‘যে জিতবে সে বল নিয়ে নেবে, খেলা হবে’, অনুব্রত মণ্ডল

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। প্রতিটি সভায় এই নতুন ধরনের শ্লোগান শোনা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মুখ থেকে। আর তার ব্যতিক্রম হল না শনিবার রাজনগরে তৃণমূল কংগ্রেসের জনসভায়।

Advertisements

Advertisements

শনিবার রাজনগরে তৃণমূল কংগ্রেসের জনসভায় উপস্থিত থেকে অনুব্রত মণ্ডল কর্মীদের চাঙ্গা করতে বলেন ‘খেলা হবে’। আর এই স্লোগান দেওয়ার পাশাপাশি তিনি জানান, “যে জিতবে সে বল নিয়ে নেবে। সব ধরনের খেলা হবে। খেলা হবে।”

Advertisements

সভাশেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে প্রশ্ন ওঠে, খেলায় কতজন করে খেলোয়াড় থাকবে?

সেই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান, “তার কোন ঠিক আছে। খেলা তো আর এক রকমের হয় না। ১১ জন প্লেয়ার থাকবে। দুদিকেই সমান প্লেয়ার থাকবে। তবেই তো খেলা জমবে।”

এর পরেই প্রশ্ন উঠে কি কি খেলা হবে?

অনুব্রত মণ্ডল বলেন, “সব রকমের খেলা হবে। যা যা খেলা হয় সব রকমের খেলা হবে।”

পরবর্তী প্রশ্ন হিসেবে উঠে আসে, ‘দাদা বল কি দখল করা হবে?’

খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সুচতুরভাবে উত্তর দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল বলেন, “না না। যে জিতবে সে বল নেবে। যে দল জিতবে সেই দল উইকেট নিয়ে নেবে। বল নিয়ে নেবে। এটাই তো নিয়ম। খেলা হবে। ভ’য়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে।”

Advertisements