চলন্ত ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার বাইক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেন চলাচলের জন্য গেট বন্ধ করা থাকলেও অনেক সময় লক্ষ্য করা গেছে সেই গেটের নিচ দিয়ে সাইকেল, মোটরসাইকেল অথবা নিজেরা গলিয়ে লাইন পারাপার করতে। আর জীবন বাজি রেখে এই পারাপারই মুহূর্তের মধ্যে বিপদের মধ্যে ফেলতে পারে। এমনই একটি ঘটনায় ভিডিও সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, লাইন দিয়ে ট্রেন পার হওয়ার জন্য গেট নামানো ছিল। কিন্তু এক যুবক সেই গেট টপকে লাইনের কাছে চলে আসেন পারাপারের জন্য। আর ঠিক সেই মুহূর্তেই লাইন দিয়ে চলে আসে দ্রুত গতির একটি ট্রেন। ট্রেন দেখতে পেয়ে ওই যুবক দাঁড়িয়ে পড়েন। তবে বাইক সামলাতে না পারলে বাইকটি চলে যায় ট্র্যাকের উপর।

Advertisements

বাইক ট্র্যাকের উপর চলে যেতেই ওই যুবক বুদ্ধি করে বাইকটি ছেড়ে দেন। যে কারণে অল্পের জন্য তার প্রাণ বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ওই যুবকের বাইকটি ভেঙে চুরমার হয়ে যায়। চোখের সামনে বাইক ভেঙে চুরমার হতে দেখেও কিছু করার উপায় নেই কারোর। মাত্র কয়েক মিনিট সময় বাঁচানোর জন্য লাখ টাকার ক্ষতি। শুধু টাকার ক্ষতি না প্রাণের ঝুঁকিও।

Advertisements

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে। যে যুবকের সাথে ঘটনাটি ঘটেছে তিনি হলে বছর ২৪-এর শাহেদ আলী। এরপর আসি পরের ঘটনায়।

দুর্ঘটনার কবলে পড়ে লাখ টাকার বাইক ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার হওয়ার সাথে সাথেই ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ এই ভাবে রেললাইন পার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওই যুবক পার পাননি। তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।

Advertisements