নিজস্ব প্রতিবেদন : যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই সেখানে তবলা বাদক থেকে অন্যান্য যন্ত্র শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এই সকল যন্ত্র শিল্পীরা কখনও কখনও নিজেদের প্রতিভা, আবার কখনো নিজস্ব ভঙ্গিমার জেরে নজর কাড়েন দর্শকদের।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, এক যুবক কি-বোর্ড বাজানোর সাথে সাথে এমন ভঙ্গিমায় নাচছেন যা নজর কাড়বে যে কাউকেই। অন্যান্য ক্ষেত্রে কি-বোর্ড বাজানোর সময় শিল্পীদের ধীর-স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু ওই যুবক কি-বোর্ড বাজানোর সময় ধীর-স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে বাজনার সাথে সাথে বিভিন্ন ভঙ্গিমায় নাচছেন।
কি-বোর্ড বাজাতে বাজাতে ওই যুবকের এমন নাচ বা ভঙ্গিমা নজর কাড়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের। যার পরেই কোন এক দর্শক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন এবং বিকাশ দুদেজা নামের এক গায়ক তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।
[aaroporuntag]
সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা গান অথবা বাজনার সুমধুর বিষয়গুলিকে বিবেচনা করে থাকি। তবে এই যুবকের ক্ষেত্রে তা বিবেচ্য নয়। বরং তার অদ্ভুত ভঙ্গিই দৃষ্টি আকর্ষণ থেকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘ভারতে ট্যালেন্টের অভাব নেই।’