বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ ইলামবাজারে, আহত ৪

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বিজেপির তরফ থেকে পরিবর্তন যাত্রা করা হচ্ছে। আর সেই মতো ইলামবাজারে শুক্রবার ছিল বিজেপির এই পরিবর্তন যাত্রার কর্মসূচি। আর সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে জড়ায়। ঘটনায় আহত হয় দুপক্ষের ৪ জন। আহতরা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisements

জানা গিয়েছে, ইলামবাজার এলাকায় গতকাল বিজেপির এই পরিবর্তন যাত্রা সমাপ্ত হওয়ার পর এই ঘটনা ঘটে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিজেপির অভিযোগ তারা পরিবর্তন যাত্রা অংশগ্রহণ করায় তাদের উপর হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ, পরিবর্তন যাত্রা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা।

Advertisements

বিজেপি সমর্থক সোফিয়া বিবি জানিয়েছেন, “সকাল থেকেই ওরা বের হতে দেব না বলে ঝামেলা করছিল। তারপরেও আমাদের লোকজন পরিবর্তন যাত্রায় পৌঁছায়। আর ওই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করার কারণেই আমাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা।”

Advertisements

তৃণমূল কর্মীর শেখ সাদ্দাম জানিয়েছেন, “আমরা বসে ছিলাম। আর ওরা পরিবর্তন যাত্রা করে ফিরছিল। ঠিক সেই সময়ই বিজেপি করবে না আমাদের উপর চড়াও হয়। ইট পাটকেল দিয়ে আমাদের মারধর করে।”

[aaroporuntag]
ঘটনার পর ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষের আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তারা বর্তমানে এখানেই চিকিৎসাধীন।

Advertisements