মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়ানোর ৬টি সহজ উপায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ভয়ঙ্কর করোনা আবহে যখন অধিকাংশ মানুষ গৃহবন্দি ঠিক সেইসময় মোবাইল ইন্টারনেটের ব্যবহার বিপুল হারে বেড়েছে। মোবাইল ইন্টারনেটের ব্যবহার বাড়ার কারণে এর স্পিড অনেকটাই কমতে দেখা যাচ্ছে।

Advertisements

মোবাইল ইন্টারনেট স্পিড কমে যাওয়ার কারণে ডাউনলোড, আপলোড, ইন্টারনেটে দরকারি কাজ কর্ম করা, পড়ুয়াদের অনলাইন ক্লাস ইত্যাদি সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে। যেগুলি অনুসরণ করলে কিছুটা হলেও স্পিড বাড়ানো যেতে পারে।

Advertisements

১) মোবাইল ইন্টারনেট স্পিড নির্ভর করে হ্যান্ডসেটের পারফরম্যান্সের উপর। যে কারণে আপনার হ্যান্ডসেটের পারফরম্যান্স সবসময় ঠিক রাখা প্রয়োজন। হ্যান্ডসেটের এই পারফরম্যান্স ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর মোবাইলে থাকা ক্যাশে (Cache) ক্লিয়ার করুন। মোবাইলে জমে থাকা অত্যধিক পরিমাণে এই ফাইল মোবাইলের পারফরম্যান্স প্রভাবিত করে।

Advertisements

২) মোবাইলের ইন্টারনেট স্পিড ঠিক রাখার জন্য সব সময় APN সঠিক রাখতে হবে। এই APN-এ কোথাও যদি একটুও ভুল থাকে সে ক্ষেত্রে তা ইন্টারনেট স্পিডের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। হ্যান্ডসেটের সেটিংসে এই অপশন রয়েছে। সঠিক APN পেতে আপনার টেলিকম সংস্থার গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।

৩) হ্যান্ডসেটে থাকা বিভিন্ন অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে তারা ডেটা ব্যবহার করে থাকে। বিভিন্ন অ্যাপের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি এবং বিভিন্ন অনলাইন শপিং অ্যাপগুলির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে এই ডেটা ব্যবহার লক্ষ্য করা যায়। যে কারণে ঐসকল অ্যাপের সেটিংসে গিয়ে অটোপ্লে, অটো ডাউনলোড অপশনগুলি বন্ধ করে দিন। এর পাশাপাশি ডেটা সেভ অপশন অন করে দিন।

৪) হ্যান্ডসেটের মধ্যে থাকা অ্যাপগুলির অটো আপডেট অপশন অন করা থাকলেও তা ইন্টারনেট স্পিড কমিয়ে থাকে। কারণ ইন্টারনেট অন করলেই গুগল প্লে স্টোর সক্রিয় হয়ে ওঠে এবং অ্যাপ আপডেট হতে শুরু করে। এই অবস্থাই ইন্টারনেট স্পিড যেমন কমে যায় ঠিক তেমনি ইন্টারনেট খরচও বেড়ে যায়।

৫) মোবাইল নেটওয়ার্কের সেটিংসে গিয়ে কতকগুলি পরিবর্তন আপনার হ্যান্ডসেটের ইন্টারনেট স্পিড বাড়াতে পারে। যেমন Preferred network type 4G রাখতে হবে।

৬) ফাইল আপলোড অথবা ডাউনলোড করার ক্ষেত্রে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সবথেকে সহজ উপায় হল ব্যাকগ্রাউন্ডে কল চালু করে রাখা। উদাহরণস্বরূপ, Jio গ্রাহকেরা যেকোন নম্বরে কল চালু করে ফাইল ডাউনলোড অথবা আপলোড করলে তা সাধারণের তুলনায় কয়েকগুণ বেশি স্পীডে হয়ে থাকে।

Advertisements