নিজস্ব প্রতিবেদন : এক মাসের বেশি সময় ধরে ফাস্ট-প্লেব্যাক ফিচার বিটা ভার্সনে পরীক্ষা-নিরীক্ষা করার পর অবশেষে এই ফিচার সমস্ত গ্রাহকদের জন্য উপলব্ধ করে দিল বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা WhatsApp। এই ফিচারটি যেমন ব্যবহারকারীদের কাছে অনেক সুবিধাজনক ঠিক তেমনই বেশ মজার।
এই নতুন ফিচারটির মধ্য দিয়ে ব্যবহারকারীরা তাদের ম্যাসেঞ্জারে আসা ভয়েস ম্যাসেজগুলির স্পিড নিজেদের ইচ্ছেমতো বাড়ানো এবং কমাতে পারবেন। এর ফলে ব্যবহারকারীর কর্মব্যস্ত সময়ে বেশ কিছুটা সময় বেঁচে যাবে। তবে ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্পিড বাড়ালেও কথার শব্দ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
নতুন এই ফিচার যুক্ত হওয়ার পর ভয়েস মেসেজের ক্ষেত্রে তিন ধরনের স্পিড রাখা হয়েছে। ১ গুণ, ১.৫ গুণ এমনকি ২ গুণ (1x, 1.5x, 2x) অর্থাৎ সর্বাধিক ২ গুণ পর্যন্ত স্পিড বাড়ানো যেতে পারে। হিসাব অনুযায়ী এই ফিচার ব্যবহার করে যেকোনো ভয়েস মেসেজ অর্ধেক সময়ে শুনে নেওয়া সম্ভব। ব্যবহারকারীর সময় বাঁচবে দ্বিগুণ।
তবে এই ফিচারের সম্প্রতি স্পিড বাড়ানোর অপশন দেওয়া হলেও স্লো মোশন করার কোন অপশন নেই। তবে একবার স্পিড বাড়ানোর পরেও তা কমানো যায়। এই ফিচার সমস্ত রকম প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ করা হয়েছে।
অন্যদিকে নতুন এই ফিচার সংযুক্ত করার পাশাপাশি বিশ্বের জনপ্রিয় এই ম্যাসেজিং সংস্থা আগামী দিনে আরও তিনটি নতুন ফিচার আনার ঘোষণা করেছে। আসতে চলা তিনটি ফিচারের মধ্যে গুরুত্বপূর্ণ হলো মাল্টি ডিভাইস। অর্থাৎ এই ফিচার এলে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপের মতই তাদের হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন।