WhatsApp-এ আপনাকে কেউ ব্লক করেছে কিনা বোঝার সহজ পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ WhatsApp তার একাধিক ফিচারের জন্য ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ম্যাসেজিং অ্যাপে একপ্রকার সমস্ত রকম সুবিধা দেওয়া হয় যা একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত জরুরী। ঠিক তেমনই এই অ্যাপে অপরিচিত অথবা কারোর থেকে বারংবার ম্যাসেজ পাওয়া থেকে বিরত থাকার জন্য ‘ব্লক’ ফিচার রয়েছে।

Advertisements

Advertisements

বহু ক্ষেত্রেই প্রেমিক-প্রেমিকা অথবা বন্ধু বান্ধবীরা তাদের সঙ্গীদের সাথে রাগারাগি করে ব্লক করে থাকেন। এমত অবস্থায় আপনি কি করে বুঝবেন আপনাকে কেউ ব্লক করে রেখেছে কিনা। ব্লক করে রেখেছে কিনা তা বোঝার জন্য বেশ কতকগুলি সহজ উপায় রয়েছে।

Advertisements

১) ব্যক্তির লাস্ট সিন দেখে নিন। যদি লাস্ট সিনের সময় পরিবর্তন না হয় অথবা কিছু না দেখায় তাহলে বুঝবেন ওই ব্যক্তি আপনাকে ব্লক করেছে।

২) WhatsApp-এর ডিপি দেখে সহজেই বোঝা যায় আপনাকে কেউ ব্লক করেছে কিনা। ব্লক করা হয়ে থাকলে ডিপি অর্থাৎ প্রোফাইল ছবি দেখা যায় না।

৩) ব্লক করা হয়ে থাকলে আপনি ওই ব্যক্তিকে ম্যাসেজ পাঠালেও সেই ম্যাসেজ তার কাছে পৌঁছাবে না। যে কারণে সব সময় আপনার প্রেরিত ম্যাসেজের পাশে একটি টিক দেখা যাবে।

৪) কোন ব্যক্তি আপনাকে ব্লক করেছে কিনা তা বোঝার আরও একটি সহজ উপায় হলো, যাকে আপনি সন্দেহ করছেন আপনাকে ব্লক করেছে তাকে আপনার তৈরি করা যেকোনো একটি গ্রুপে এড করার চেষ্টা করুন। তখন হোয়াটসঅ্যাপ আপনাকে ম্যাসেজ পাঠাবে, আপনি এই ব্যক্তিকে গ্রুপে অ্যাড করতে পারবেন না। কারণ ওই সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে। এ থেকেই স্পষ্ট হয়ে যাবে আপনি ওই ব্যক্তির দ্বারা ব্লক হয়ে আছেন।

Advertisements