‘মানিকে মাগে হিথে’ গানে নেচে তাক লাগালো IPS অফিসারের খুদে কন্যা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাসকয়েক ধরেই সঙ্গীত জগতে জনপ্রিয়তার শিখরে রয়েছে শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী তরুণী ইয়োহানি ডি’সিলভার গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’। এই গান শ্রীলঙ্কা ছাড়াও যেভাবে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তাতে তা এখন মানুষের মুখে মুখে।

Advertisements

Advertisements

রাস্তাঘাটে সাধারণ মানুষদের মুখে মুখে এই গান শুনতে পাওয়ার পাশাপাশি এই গান নিয়ে মজেছেন বলিউড, টলিউড এবং বাংলাদেশের তারকারাও। বহু তারকাকেই লক্ষ্য করা যাচ্ছে এই ভিডিও নিয়ে বিভিন্ন ধরণের রিল ভিডিও তৈরি করতে। আবার কাউকে দেখা যাচ্ছে গানের সুর এবং তাল বজায় রেখে নিজের মত কথা যুক্ত করে গাইতে। আবার কোন কোন তারকাকে লক্ষ্য করা যাচ্ছে এই গানে নেচে সকলের নজর কাড়তে।

Advertisements

তবে এই সকল তারকাদের মতই এক আইপিএস অফিসারের খুদে কন্যা এই গানে নেচে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। আইপিএস অফিসারের ওই খুদে কন্যার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। মাত্র আট বছর বয়সী ওই খুদে কন্যাকে যেভাবে এমন একটি জনপ্রিয় গান নাচতে দেখা গেছে তা সত্যিই প্রশংসনীয় বলেই মতামত পোষণ করেছেন নেটিজেনরা।

ওই খুদে কন্যা হলো অভিপ্রিয়া সিং। সবাই তাকে ডাক নামে ডাকে আপ্পি বলেই। এই খুদে কন্যা অভিপ্রিয়ার বিভিন্ন কবিতা, ছড়া, নাচ, খেলাধুলার ভিডিও অধিকাংশ সময়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়। আর এবার এই জনপ্রিয় গানে এমন নাচ ভাইরাল এবং সকলের নজর কাড়বে সেটাই তো স্বাভাবিক।

অভিপ্রিয়া হলো আইপিএস অফিসার শ্যাম সিংয়ের ৮ বছর বয়সী খুদে কন্যা। শ্যাম সিং, যিনি দীর্ঘসময় বীরভূম জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি পুলিশ সুপার থাকাকালীন বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে যুক্ত হতে দেখা গিয়েছে। এবার তারই খুদে কন্যা ‘মানিকে মাগে হিথে’ গানে নেচে তাকালো সকলকে।

Advertisements