নিজস্ব প্রতিবেদন : বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলির সংসার চালানো নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। তবে এমত অবস্থায় একটি সুখবর মিলেছে সূত্র মারফত। যাতে জানা যাচ্ছে কেন্দ্র সরকার রেশনে রান্নার তেল এবং ডাল দেওয়ার চিন্তাভাবনা করছে।
সূত্রের খবর অনুযায়ী, সাধারণ মুদিখানার দোকানের থেকে রেশনে বেশ সস্তায় রান্নার তেল এবং ডাল সরবরাহ করতে চাইছে কেন্দ্র। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে আমজনতার মন ভেজাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এরই পরিপ্রেক্ষিতে অঙ্ক কষে কেন্দ্র সরকার এমন পথে হাঁটতে চলেছে।
অন্যদিকে এই ব্যবস্থা কেবলমাত্র পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই নয়, পশ্চিমবঙ্গের এমন পরিষেবা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের শীঘ্র রেশনে ভোজ্যতেল এবং ডাল বিক্রি শুরু হবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের বিভিন্ন রাজ্যে রেশনে ভোজ্য তেল এবং ডাল সরবরাহ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট হিসাবে। সেই পাইলট প্রজেক্টে অংশগ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গও। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দারাও এই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেওয়ালি থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
কেন্দ্রের চিন্তাভাবনা অনুযায়ী এই পাইলট প্রজেক্ট শুরু হলে দেওয়ালির সময় থেকেই মিলবে তিন ধরনের মুসুর এবং অড়হড় ডাল। সূত্র মারফত জানা যাচ্ছে তাতে এই তিন ধরনের মুসুর ডালের দাম হতে চলেছে যথাক্রমে ৬৫, ৬৭ ও ৬৯ টাকা কিলো। আবার অড়হড় ডাল মিলবে দুই রকম দামে। এক রকম হলো ৮৬ টাকা কিলো এবং আরেক রকম হলো ৮৮ টাকা কিলো।
তবে প্রথম ধাপে ডাল সরবরাহ করা হবে রেশন থেকে এমনটাই মনে করা হচ্ছে। এরপর ভোজ্য তেল সরবরাহ করার পথে হাঁটবে কেন্দ্র।