বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই সকল জেলায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর একের পর এক ঘূর্ণাবর্ত এবং সেই সকল ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ অথবা অতিবৃষ্টির কারণে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। গত সপ্তাহেই নিম্নচাপের জেরে এসেছে বিভিন্ন জেলার একাধিক এলাকা। এরই মাঝে বুধবার ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের কথা জানালো হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আজ মহালয়ার দিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে গতকাল রাতে বীরভূমের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি লক্ষ্য করা যায়। মুষলধারে এই বৃষ্টির কারণে ইতিমধ্যেই দুবরাজপুর ব্লকের শাল নদীর উপর থাকা একটি কজওয়ের উপর দিয়ে জল বইছে। যে কারণে আপাতত বন্ধ রয়েছে ওই এলাকায় দুবরাজপুর থেকে খয়রাশোল যাওয়ার রাস্তা।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। যে কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদে।

Advertisements

তবে হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, বিপরীত এই ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও আগামী দিন চারেক তেমন কোনো দুর্যোগ দেখা যাবে না বাংলা জুড়ে। তবে আবার দিন কয়েক আগেই হাওয়া অফিসের তরফ থেকে পূজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

Advertisements