Tata-র হাতে Air India ফিরতেই জনদরদী পদক্ষেপ, স্বস্তি পেলেন কর্মীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টাটা সংস্থার হাতে এয়ার ইন্ডিয়া ফিরতেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। এবার নতুন ডানায় ভর করে আকাশে উড়বে এয়ার ইন্ডিয়া। শুক্রবার নিলামে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে টাটা সংস্থা রাষ্ট্রায়াত্ত এই বিমান সংস্থাকে কিনে নেয়। সরকারের তরফ থেকে বিকাল বেলায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানানো হয়।

Advertisements

গত কয়েক বছর ধরেই এয়ার ইন্ডিয়া দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছিল। আর এই দেনার দায় থেকে এয়ার ইন্ডিয়াকে রক্ষা করার জন্য সরকার সিদ্ধান্ত নেয় বিলগ্নীকরণের। এরপর কেন্দ্র সরকার এই এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন করে এবং নিলাম শুরু করে। এই নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে টাটা এই সংস্থার দরপত্র কিনলেও জানা গিয়েছে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইস জেটের প্রধান অজয় সিং।

Advertisements

টাটা সংস্থার হাতে এয়ার ইন্ডিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল এই কারণেই, কারণ দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৩২ সালে এই এয়ারবাস উড়তে শুরু করেছিলো টাটার হাত ধরেই। যে সময় এর নাম ছিল টাটা এয়ারলাইন্স। তবে ১৯৫৩ সালে টাটা এয়ারলাইন্স রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় এবং নাম পরিবর্তন করে হয় এয়ার ইন্ডিয়া। এই সস্তায় পুনরায় টাটার হাতে ফিরল ৬৭ বছর পর।

Advertisements

বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১২৭টি বিমান রয়েছে। এরমধ্যে আবার ৪২টি বিমান আন্তর্জাতিক উড়ানের সঙ্গে যুক্ত। রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাকে টাটা সংস্থা কিনে নেওয়ার পর তারা ৪,৪০০টি অভ্যন্তরীণ এবং ১,৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাচ্ছে। আর এই সংস্থা নিজেদের হাতে আসতেই টাটার তরফ থেকে এক জনদরদী পদক্ষেপ নেওয়া হলো। যে পদক্ষেপে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে কর্মীদের মধ্যে।

টাটা সংস্থার এই পদক্ষেপ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টাটা সনস আগামী এক বছর কোনরকম কর্মী ছাঁটাই করবে না এই সংস্থা। পরবর্তীতে যদি অর্থাৎ এক বছর পর কাউকে সরাতে হয় তাহলে সংস্থার তরফ থেকে ওই কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠাতে হবে। এর পাশাপাশি সবাই পিএফ, গ্র্যাচুইটি ও মেডিক্যালের সুযোগ পাবেন।

Advertisements