এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে রান্নার তেলের দাম, সুখবর দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যেভাবে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারগুলির সংসার চালানো নাভিশ্বাস হয়ে দাঁড়াচ্ছে। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাস ইত্যাদির মূল্য বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধি হয়েছে রান্নার তেলের।

Advertisements

এমত অবস্থায় কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার তেলের দাম কমানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা করা হয়। আর সেই সকল পদক্ষেপের মধ্যে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে এক ধাক্কায় অনেকটাই রান্নার তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, রান্নার তেলের উপর বহিঃশুল্ক এবং কৃষি কর হ্রাস করেছে কেন্দ্র। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে রাজ্যগুলিকে নিশ্চিত করতে হবে ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভোজ্যতেলের দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে ভোজ্যতেলের উপর যে কর কমানো হয়েছে তা সম্পর্কের সূত্র মারফত জানা যাচ্ছে, সূর্যমুখী, সোয়াবিন, পাম তেলের উপর থাকা ৩২.৫ শতাংশ কর থেকে তা কমিয়ে ১৭.৫ শতাংশ করা হয়েছে। একইভাবে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও কর কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত বজায় থাকবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।

ভোজ্যতেলের মূল্য কমানোর জন্য এরআগেও কেন্দ্রের তরফ থেকে স্টক অর্থাৎ মজুত রাখার বিষয়ে কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই মজুত রাখার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এই সকল বিধিনিষেধ জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।

Advertisements