সবাই খরচ বাড়িয়েছে, কিন্তু BSNL ৪৯ টাকাতেই যা দিচ্ছে অন্যান্যরা কুপকাত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিটি টেলিকম সংস্থা বর্তমানে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। এই দাম বৃদ্ধি করার কারণে গ্রাহকদের খরচ বেড়েছে। তবে এই সকল টেলিকম সংস্থার মধ্যে ব্যতিক্রম দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL। BSNL এখনো কোন রকম দাম বৃদ্ধি করার পথে না হেঁটে সবার থেকে সস্তায় এইসকল পরিষেবা দিয়ে আসছে।

Advertisements

সিমকার্ডের ভ্যালিডিটি বজায় রাখার ক্ষেত্রে যেখানে অন্যান্য টেলিকম সংস্থায় গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ করতে হচ্ছে ৯৮ টাকা অথবা ৯৯ টাকা সেই জায়গায় BSNL গ্রাহকরা ৪৯ টাকা রিচার্জ করলেই এই ঝামেলা থেকে মুক্তি। ৪৯ টাকা রিচার্জে BSNL গ্রাহকরা পান ২৪ দিন ভ্যালিডিটি এবং ১০০ মিনিট যে কোন নেটওয়ার্কে কথা বলার সুযোগ। এছাড়াও রয়েছে ২ জিবি ডেটা। এই ফ্রি মিনিট শেষ হয়ে যাওয়ার পর যেকোনো নেটওয়ার্কে কথা বলার জন্য কল চার্জ করা হবে প্রতি মিনিটে ৪৫ পয়সা।

Advertisements

এছাড়াও একইভাবে ভ্যালিডিটি বজায় রাখার জন্য রিচার্জ করা যেতে পারে ৭৫ টাকা, যাতে সিম কার্ডের ভ্যালিডিটি পাওয়া যায় ৬০ দিন। এছাড়াও রয়েছে ৯৪ টাকা, যাতে রয়েছে ৯০ দিনের ভ্যালিডিটি। এই প্রতিটি রিচার্জ প্ল্যানের সঙ্গে ভ্যালিডিটি ছাড়াও কল এবং ইন্টারনেট নির্দিষ্ট পরিমাণে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।

Advertisements

একইভাবে যদি অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির দিকে নজর রাখা হয় তাহলেও যেকোনো টেলিকম সংস্থা BSNL-এর কাছে রীতিমতো কুপোকাত। ইন্টারনেট, ফ্রি কলিং সবক্ষেত্রেই দেশের এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা অন্যান্য যেকোনো টেলিকম সংস্থার তুলনায় সস্তা।

উদাহরণ হিসেবে BSNL-এর ১৮৭ টাকার রিচার্জ প্ল্যানের কথা বলা যেতে পারে। এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে থাকেন। এছাড়াও এতে রয়েছে ভারতবর্ষের যেকোন নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ২৮ দিন।

Advertisements