নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদ থেকে মুম্বাইয়ে পাড়ি দেওয়া অরিজিৎ সিংয়ের নাম রয়েছে বিশ্বজুড়ে। সংগীতশিল্পী হিসাবে গানের জগতে মন জয় করার পাশাপাশি মানবিক দিক দিয়েও মন জয় করতে দেখা যায় অরিজিৎকে। এছাড়াও তার সাদামাটা জীবনযাপন আলাদাভাবে নজর কাড়ে অনুরাগীদের। এবার এই অরিজিৎ সিং ফের এক মানবিক উদ্যোগ নিলেন এবং যা হৃদয় কেড়েছে প্রত্যেকের।
সেলিব্রেটি হওয়ার পর অধিকাংশ মানুষকেই দেখা যায় তাদের পা মাটিতে পড়ে না। তবে অরিজিতের ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। আরব সাগরের তীরে বাণিজ্য নগরী মুম্বাইয়ে কর্মক্ষেত্রের জন্য পাড়ি দিতে হলেও নিয়মিত তাকে দেখা যায় জন্মভিটে জিয়াগঞ্জে যাতায়াত করতে। জন্মভিটে জিয়াগঞ্জে যাতায়াত করতে দেখা যায় বললেও ভুল হবে, কারণ অধিকাংশ সময়ই তিনি কাটান তার এলাকায়।
সাধারণ একজন মানুষের মতোই নিজের সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে দেখা যায় তাকে, আবার স্কুটি নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াতেও দেখা যায়। সাদামাটা জীবনযাপনের পাশাপাশি এলাকার যুবক-যুবতীদের জন্য তাকে কোচিং সেন্টার নিয়েও পরিকল্পনা গ্রহণ করতে দেখা গিয়েছে। আর এবার এই অরিজিৎ সিং খুলে ফেললেন আস্ত একটি হেঁশেল। যেখানে মাত্র ৩০ টাকাতেই পাওয়া যাবে ভর পেট খাবার।
অরিজিৎ সিং এর এই হোটেলের খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেই ভাইরাল পোস্ট থেকে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই এই হোটেলটি রয়েছে। সাধারণ মানুষদের কম খরচে খাবার দেওয়ার লক্ষ্য নিয়েই এই হোটেল খোলা হয়েছে বলে জানা যাচ্ছে। এই হোটেলটি পাঁচতারা হোটেলের মতো দেখতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটি এলাকার অনেক মানুষের উপকারে আসবে বলে আশা করা যাচ্ছে।
#ArijitSingh opened a very affordable hotel for the poor in Jiaganj, where food is available for just 30 rupees.
Although this restaurant named Hesel is run by his father, but now Arijit himself has taken over the command of the hotel.
A MAN WITH A GOLD HEART? pic.twitter.com/Lu4TpLb2FC— Arijit Singh Updates (@ArijitUpdates) October 7, 2022
হোটেলে পনির, চিকেন, মটন ইত্যাদি খাবার পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে এবং দামের ক্ষেত্রে সামান্য এদিক-ওদিক হলেও তা মধ্যবিত্তদের নাগালের মধ্যেও বলে দাবি করা হচ্ছে। এই হোটেল এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন হয়ে উঠেছে এবং অরিজিৎ অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।