নিজস্ব প্রতিবেদন : বিনোদনের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো টিভি বা দূরদর্শন। প্রতিদিন মানুষ কোন না কোন অনুষ্ঠান বা খবর বা খেলা দেখার জন্য টিভির দিকে নজর রাখেন। এবার এই টিভির অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে নতুন এক গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। সেই গাইডলাইন অনুযায়ী প্রতিদিন আধঘন্টা দেখা যাবে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান।
নরেন্দ্র মোদির ক্যাবিনেটের তরফ থেকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন যে গাইডলাইন আনা হচ্ছে সেই গাইডলাইন থেকে অবশ্য বাদ পড়বে খেলার চ্যানেলগুলি। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে ভারতের স্যাটেলাইট ব্যবহার করে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দেশগুলি তাদের অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় এখন ৮৯৭টি চ্যানেল রয়েছে। তবে মাত্র ৩০টি চ্যানেল ভারত থেকে আপ লিঙ্কিং করা হয়। বাকি চ্যানেলগুলি আপ লিঙ্কিং করা হয় সিঙ্গাপুর থেকে। এই পদক্ষেপ বন্ধ করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও মনে করা হচ্ছে।
টিভি চ্যানেলগুলিকে জনস্বার্থে দিনে অন্ততপক্ষে আধ ঘন্টা শিক্ষার প্রসার, কৃষি, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তির বিষয় সম্প্রচার করতে হবে। এছাড়াও পরিবেশ রক্ষা বিষয়ক সম্প্রচার এবং মহিলা ও পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের বিষয়েও অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।
এই সকল অনুষ্ঠান সম্প্রচার করার ফলে জাতীয় জনস্বার্থে রক্ষা পাবে বলে মনে করছে কেন্দ্র সরকার। এছাড়াও বর্তমান বাণিজ্যিক যুগে বহু ক্ষেত্রেই অনুষ্ঠান সম্প্রচার এমন জায়গায় নেমে গিয়েছে যে সংস্থাগুলি তাদের ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। সেক্ষেত্রেও লাগাম টানা যাবে বলে মনে করা হচ্ছে।