সোনার দামে বিকোচ্ছে অরিজিতের শোয়ের টিকিট! অজ্ঞান হওয়ার অবস্থা দর্শকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যে অন্যতম। তবে এমন খ্যাতনামা একজন শিল্পীর অহংকার নেই বললেই চলে। তিনি সবসময়ই মাটির মানুষের মত সবার সামনে ধরা দেন। কিন্তু এই মাটির মানুষের মতো গায়কের অনুষ্ঠানের টিকিট আকাশছোঁয়া। টিকিটের দাম সোনার দামকেও হার মানাচ্ছে আর সেই দামে রীতিমতো অজ্ঞান হওয়ার মতো অবস্থা দর্শকদের।

Advertisements

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অরিজিৎ সিং-এর একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছে। তবে ১৮ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানের টিকিটের দাম ৫০ হাজার টাকা। টিকিটের এই দাম দেখেই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার চর্চা। টিকিটের এই দাম দেখে অনেকেই মন্তব্য করছেন, সোনা কেনা হবে এই টিকিটের দামে।

Advertisements

এই অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি করার ক্ষেত্রে অনলাইন একটি সংস্থার তরফ থেকে পাঁচ ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে সেই সকল টিকিটের দাম আকাশছোঁয়া হলেও এখন থেকেই দর্শকদের মধ্যে টিকিট কেনার হিড়িক তৈরি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে শেষ মুহূর্তে কেউ যদি ভাবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাহলে তাকেও এখনই টিকিট বুকিং করে রাখতে হবে।

Advertisements

এই অনুষ্ঠানের জন্য ব্রোঞ্জ টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা, সিলভার লেফট এবং সিলভার রাইট টিকিটের দাম রাখা হয়েছে ৪০০০ টাকা, গোল্ড লেফট এবং গোল্ড রাইট টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০০ টাকা, প্লাটিনাম লেফট এবং রাইট টিকিটের দাম রাখা হয়েছে ৮৫০০ টাকা আর সবশেষে এইচএসবিসি স্টারস্ট্রাক ডায়মন্ড লেট ও রাইট টিকিটের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

৫০০০০ টাকার এই টিকিটের দাম শুনে বহু মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে কি এমন সুবিধা পাওয়া যাবে এই টিকিটে। সুবিধা সম্পর্কে জানা যাচ্ছে, এই টিকিটে একসঙ্গে দুজন প্রবেশ করতে পারবেন এবং তাদের বসার ও খাওয়া-দাওয়ার বন্দোবস্ত রয়েছে। এই টিকিটের দর্শকদের গাড়ি পার্কিং বিনামূল্যে। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রিয় গায়ককে একেবারে কাছে থেকে দেখা যাবে এবং তার গান উপভোগ করা যাবে।

Advertisements