ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি ভুবন বিখ্যাত হয়েছিল। আর সেই ‘কাঁচা বাদাম’ গানে রিলস বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি আরোরা। তাকে গোদা বাংলায় মানুষ ‘কাঁচা বাদাম গার্ল’ বলেও চেনে। বর্তমানে তার সোশ্যাল মিডিয়ার অনুরাগীর সংখ্যাও আকাশ ছোঁয়া। তবে একটি এমএমএস কাণ্ডে জড়িয়ে বেশ কিছুটা সমালোচিত হয়েছিলেন নেট দুনিয়ায়। তারপরেও তার খ্যাতির মুকুটে আরো একটি নতুনপালক যোগ হয়েছে। সম্প্রতি ভারত থেকে গুগলের মোস্ট সার্চ তালিকায় তার নাম যোগ হয়েছে।
প্রতি বছরের শেষে গুগল, বছরের সবথেকে বেশি সার্চ করা তারকাদের নামের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বরে। তবে তিনি যে শুধু রিলস বা ভিডিও বানানোর জন্য বিখ্যাত তা নয়। তিনি তার ডান্স স্টেপ ও অনন্য সাধারণ স্টাইল স্টেটমেন্টের জন্য খুবই জনপ্রিয়। তার প্রত্যেকটি লুকেই তিনি বেশ নজর কেড়ে থাকেন। এই প্রতিবেদনে তার কয়েকটি লুকের কথাই তুলে ধরা হলো।
অঞ্জলিকে একটি লুকে একটি ক্রপ টপ ও রিফট জিন্স পরে দেখা গিয়েছে। নন স্কিনি এই জিন্সটির হাঁটুর কাছে টর্ন্ড ডিটেইলিং রয়েছে। কালো রঙের ক্রপ টপ আর টর্ন্ড জিন্স তাকে যেন আরো মোহময়ী করে তুলেছে। টপটি ডিপ নেকলাইন এবং কোমরের কাছে রয়েছে কাটআউট ডিটেলিং। যা এই ড্রেসকে একটি বোল্ড টাচ এনে দিয়েছে। এই ড্রেসে অঞ্জলিকে ক্যাজুয়ালের সাথে সাথে একটি বোল্ড লুক এনে দিয়েছে, যা তার অনুরাগীদের ভীষণ পছন্দের।
আবার অন্য একটি লুকে অঞ্জলিকে দেখা গেছে মনোক্রম্য়াটিক কো-অর্ড সেটের সঙ্গে লং কোট পরতে। এই লুকটিতে অঞ্জলি একটি কালো রংয়ের মনোক্রম্যাটিক কো-অর্ড সেট পরেছেন। শীতকালের ফ্যাশনে এই ধরনের লোয়ার ডিটেইলিং ড্রেস বেশ স্টাইলিং লুক এনে দেয়। অঞ্জলি যে শুধু ওয়েস্টার্ন ড্রেসেই স্বাচ্ছন্দ তা নয়। পশ্চিমি পোশাকের সঙ্গে সঙ্গে ভারতীয় শাড়িতেও তিনি একই রকম ভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন। একটি লুকে সিমার শাড়িতে নিজেকে একটি মোহময়ী রূপে প্রকাশ করে তুলেছিলেন অঞ্জলি। এই শাড়িতে তাকে বেশ ভালো মানিয়েছিল।
এছাড়াও আছে তার লেহেঙ্গার কালেকশনও চোখে পড়ার মত। লেহেঙ্গাতে অঞ্জলিকে যেন পরীর মত সুন্দরী দেখায়। তার পরনের একটি লেহেঙ্গার পরতে পরতে এমবেলিশড করা অসাধারণ কারুকার্য অঞ্জলি রূপকে আরো খোলতাই করেছে। লেহেঙ্গাটি মূলত মনোক্রম্য়াটিক এবং টু পার্ট গোত্রের। তার সঙ্গে তিনি ব্যবহার করেছেন একটি পেয়ার আপ দোপাট্টা। গোলাপী প্যাস্টেল রঙের লেহেঙ্গার উপর ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। এই লেহেঙ্গার সঙ্গে তার দোপাট্টাটিও ছিল চোখে পড়ার মতো।