আজকাল ইউটিউব খুললেই চোখে পরবে আপনার বিভিন্ন লাইফস্টাইল ভিডিও। যেগুলি মানুষের দৈনন্দিন জীবন নিয়ে বানানো। এরই সঙ্গে অনেক মানুষ আছেন যারা দৈনন্দিন জীবনের রান্নাবান্নার ভিডিও গুলি ইউটিউব-এ আপলোড করেন। যদিও এগুলি এখন খুবই সাধারণ বিষয়। অনেকেই করে থাকেন, আর তাদের বিষয় মোটামুটি গতানুগতিক হয়ে থাকে।
সম্প্রতি রুহি রায় নামের এক তরুণী ইউটিউবে একটি অদ্ভুত ভিডিও বানিয়ে আপলোড করেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে চর্চা। নেটিজেনরা তাকে নিয়ে করতে শুরু করেছে তীব্র সমালোচনা। মানুষ যে আজকাল ভীষণ অসংবেদনশীল হয়ে পড়ছে তা ভাবতেই পারছে না সোশ্যাল মিডিয়ার অনেকে। প্রিয়জনের বিয়োগে মানুষ সাধারণত বিষাদে ভোগেন। আর এই মেয়েটি বানাচ্ছিল ভিডিও, তাও আবার নিজের বাবার শ্রাদ্ধের দিন।
নিজের বাবার শ্রাদ্ধের দিন ফুড ব্লগিং করে সেই তরুণী এখন ভীষণ ভাইরাল। তার এই ভিডিও এখন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে সকলে ভীষণ শেয়ার করছে, আর তার সঙ্গে তার নিন্দা করতে ছাড়ছে না। অনেকে তাকে হৃদয়হীনা বলতেও ছাড়ছেন না। নিজের বাবার শ্রাদ্ধের দিন তার চোখে মুখে দুঃখের ছাপ পর্যন্ত নেই। সাধারণ এক বিষয়ের মত সে বাবার শ্রাদ্ধের দিনের খাবারের তালিকা শোনাতে থাকে দর্শকদের।
রুহি বলেন, তার বাবার শ্রাদ্ধ তাই সে সেদিন থেকে নুন-তেল দেওয়া খাবার খেতে পারবে। আর তার সঙ্গে মিষ্টি জাতীয় খাবার সারাদিনই খাওয়া যেতে পারে। তাই সে ব্রেকফাস্টে বাইরে থেকে খাবার কিনে আনে। সচরাচর সে ড্রাইফ্রুট আর ওটমিল খেয়ে থাকে ব্রেকফাস্টে। এরপর সে আবার দুপুরে তার বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর মায়ের হাতে তৈরি মেথি পরোঠা এবং আলুর তরকারি খেয়ে আসে। এরপর সে দোকানে গিয়ে বন্ধুর সঙ্গে পিঙ্ক লেমেনড খায়। যেটা নাকি তার খুবই খারাপ লাগে।
i’m traumatised ? pic.twitter.com/J1B3yluov2
— S ?? (@dearchappal) December 14, 2022
এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছিলেন এক ব্যক্তি। তারপরই এটি হয় ভাইরাল। ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে যান। নানা রকম বিরূপ মন্তব্য করতে থাকেন নেতিজেনরা। একজন লেখেন যে, কেউ দয়া করে এই মেয়েটিকে বোঝাও যে, জীবনের সবকিছুই কনটেন্ট নয়। সব বিষয়ে বেশি সাহসীকতা না দেখলেও চলে। আর এই সব কন্টেন্ট আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকারক। এত কিছুর পর নাকি শোনা যায় যে, সেই তরুণী এই ভিডিওটি নাকি তার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছে।