বাইক প্রেমীদের জন্য আছে নতুন চমক। ৫০ হাজার টাকা মতো দাম কমলো Honda CB300F মডেলটির। এতদিন যে বাইক টি ক্রেতাদের হাতের নাগালের বাইরে ছিল, সেই বাইকের ওপরেই চলছে অফার। হোন্ডা কোম্পানির এই জনপ্রিয় বাইকটি এখন খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। Honda CB300F এ ৩১শে ডিসেম্বর অব্দি আপনি পেয়ে যাবেন নানা রকম লোভনীয় ছার। জাপানের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি ৫০০০০ টাকা ছাড় দিচ্ছে তার এই মডেলটির উপর। সত্যিই এটি অবিশ্বাস্য একটি ঘটনা। তবে চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যেই থাকবে এই সুন্দর অফারটি।
এই বাইকটির ডিলাক্স মডেলের মূল্য ১.৭৬ লক্ষ টাকা এবং ডিলাক্স প্রো মডেলের মূল্য ১.৭৯ লক্ষ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার মূল্য বজায় থাকবে। কিন্তু যদি বাইকটির স্টক ফুরিয়ে যায় তাহলে এই অফারটি আর ক্রেতারা পাবেন না।এক ধাক্কায় ৫০০০০ টাকা ছাড়, সত্যি কি আপনি ভাবতে পারছেন? ভারতে যখন প্রথম এই মডেলটি লঞ্চ করা হয়, তখন তার মূল্য ছিল ২.২৬ লক্ষ টাকা থেকে ২.২৯ লক্ষ টাকা। হোন্ডা কোম্পানির ডিলাক্স ও ডিলাক্স প্রো মডেলটির জন্যই এইরকম দাম নির্দিষ্ট করা হয়েছিল।
KTM 125Duke দামের নিরিখে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে Honda CB300F এর সাথে। বাইকটির মূল্য হ্রাস পাওয়ার ফলেই এই চুলচেরা টক্কর। KTM 125Duke এর বাজার মূল্য ১.৭৮ লাখ। এছাড়া বিশাল প্রাইস কাটের ফলে এই বাইকটিকে আবারো প্রতিযোগিতায় নামতে হয়েছে Bajaj 250 এর সাথে। যে বাইকের দাম ১.৭৫ লাখ। তবে সমস্ত দাম এক্স শোরুমের জন্য প্রযোজ্য।
বাইকটির কিছু কিছু বৈশিষ্ট্য সত্যি আকর্ষণীয়। Honda CB300F এ 293cc, অইল কোল্ড, ফোর ভালভ, SOHC ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা 24.1 HP এবং 25.6 Nm টর্ক তৈরি করে।এছাড়া রয়েছে 6 স্পিড গিয়ার বক্স ও স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্ল্যাচ। এই বাইকটি আরো আকর্ষণীয় ফিচার্স গুলি হল- পুরোপুরি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, ডুয়াল-চ্যানেল ABS, স্মার্টফোন কানেক্টিভিটি, হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC) এবং অ্যালয় হুইল।
একেবারে ৫০০০০ টাকা দাম কমে যাওয়াতে, যারা এতদিন ইচ্ছা থাকলেও এই বাইকটি কিনতে পারেননি তাদের কাছে বিশাল সুখবর। তবে ইচ্ছুক ক্রেতাদের খেয়াল রাখতে হবে এই অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর অব্দি সীমিত থাকবে। তাই কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে ৩১ ডিসেম্বরের আগে যে কোন শোরুম এ। তবে সংস্থার কাছে যদি এই বাইকটির আর স্টক না থাকে ,তাহলে আপনার পক্ষে কম দামে এই বাইকটি কেনা আর সম্ভব হবে না।