বছর প্রায় শেষ বললেই চলে। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই বছর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখা গেছে। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়েছে বেশ ভাইরাল। আর এই ভাইরাল ভিডিও গুলি দেখে বেশ আনন্দও পেয়েছে সোশ্যাল মিডিয়াবাসী। তবে সব ভাইরাল হওয়া ভিডিওর কথা কি মনে আছে আপনার? যদি না থাকে আসুন আর একবার মনে করিয়ে দিই এই বছরে ভাইরাল ছিল কোন কোন ভিডিওগুলি।
‘পুষ্পা দ্য রাইজ’ ছবির বিখ্যাত গান ‘ও অন্তভা’-তে নেচে ভাইরাল হয়েছিলেন এক কনের বাবা। তার নাচ দেখে মুগ্ধ নেটিজেনদের একাংশ। আর এবছর ‘কাচা বাদাম’ তো সবচেয়ে বড় ভাইরাল ট্রেন্ডগুলির মধ্যে একটি। এর দরুন রাতারাতি পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর নামে একজন চিনাবাদাম বিক্রেতা গায়ক থেকে সেলিব্রেটি হয়ে ওঠেন। শেরশাহ সিনেমার ‘রাতান লাম্বিয়ান’ গানে একটি রিল বানিয়েছিলেন তানজানিয়ার ইনফ্লুয়েনসর কিলি পল ও তাঁর বোন নিমা পল। ভিডিয়োটি এত বেশি ভাইরাল হয়েছিল যে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর কাছ থেকেও তারা প্রতিক্রিয়া পেয়েছিলেন। তাদের নিয়ে চর্চাও হয় ভীষণ। তানজানিয়ার ভারতীয় হাইকমিশন এই কনটেন্ট ক্রিয়েটরকে সম্মানিতও করেন তারপর। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে একবার কিলি পলের কথা বলেন।
তেজস্বী প্রকাশকে এখন কে না চেনে। তিনি বিগ বসের একজন জনপ্রিয় প্রতিযোগী। বর্তমানে যিনি নাগিন ৬- এ অভিনয় করেছেন। “জব ওয়াক করতে হ্যায়, ট্যাব টাইম নহি দেখতে” এই মজার সংলাপ ভাইরাল হয় এ বছর। আর এটির বক্তা তেজস্বী নিজেই। আর ছোট্ট ভাই-বোন জুটির ‘ইয়ে মেরা ভাই হ্যায়’ রিল ভাইরাল হয় কয়েক মাস আগে। তারা ইনস্টাগ্রামে নুডলস খাওয়ার প্রতিযোগিতা করে দেখাতে চাইছিল। তবে এই ভিডিওটির ভাইরাল হবার কারণ তাদের মিষ্টি কথোপকথন। যা অত্যন্ত কিউট। ভারতের লক্ষ- লক্ষ মানুষের মন কেড়েছিল সেই রিল ভিডিও।
টাইগার শ্রফের ‘ছোটি বাচ্চি হো কেয়া’ ডায়লগ টিও প্রচুর ভাইরাল হয়েছিল এই বছর। চলতি বছরের এপ্রিলে এই ডায়লগ টি টুইটারে ট্রেন্ডিং ছিল। আরবনেটিজেনদের একাংশ হ্যাশট্যাগটি মিম হিসেবেও ব্যবহার করা হচ্ছিল এটি। টাইগার শ্রফের ২০১৪ সালের ছবি ‘হিরোপন্তি’র ডায়ালগ এটি। আর একজন টাইগার শ্রফের মিমিক্রী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটি। আর তারপরই ভাইরাল হয়ে যায় এই ডায়লগটি।
আশা করি এই বছরের শেষ এবং এখনো পর্যন্ত সবথেকে বেশি ভাইরাল হওয়া রিল হলো এটি। লতা মঙ্গেশকরের ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’-র রিমিক্সড ভার্সনে নেচে ছিলেন আয়েশা নামের এক পাকিস্তানি মেয়ে। ঢিলেঢালা সবুজ পোশাক পরা ওই মেয়েটির নাচ ভারতের মানুষের মন জয় করেছিল। তারপর তাকে নিয়ে চর্চাও হয়েছে অনেক। শুধু চর্চা নয় তাকে নিয়ে ট্রোল ভিডিও পর্যন্ত বানান ট্রোলাররা। তবে আয়েশা ট্রোল-এর পরও সোশ্যাল মিডিয়ার মানুষের ভালোবাসা পেয়েছেন অনেক।