কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার প্ল্যান!এই পদ্ধতিতে বুকিং করতে হবে টিকিট

Antara Nag

Updated on:

Advertisements

২০২২ শেষের পথে। আর মাত্র দুদিন আছে এই বছরের। আসতে চলেছে নতুন বছর। এই নতুন বছরে কি বাংলাদেশ ঘোরার প্ল্যান করছেন? মোটা মুটি ভাবে প্রায় প্রত্যেক পশ্চিমবঙ্গ বাসীর সাথেই নাড়ির টান রয়েছে বাংলাদেশের। অনেকেরই পূর্বপুরুষদের বসত ভিটে রয়েছে এই দেশে। তাই প্রত্যেক বাঙালির জীবনে অন্তত এক বার ঘুরে আসা উচিত আমাদের প্রতিবেশী এই দেশ থেকে।

Advertisements

পুরোপুরি এপার বাংলার সংস্কৃতির সঙ্গে হুবহু মিল রয়েছে ওপার বাংলার। দু’দেশের ভাষা, খাবার দাবার, কৃষ্টি কলা সবই একদম একই। ওপার বাংলা দেখতে যাওয়ার ইচ্ছে হলে পাসপোর্ট ভিসার বাধা পার হবার পর প্রথম যে বিষয়টি মাথায় আসে তা হল পরিবহন। পরিবহনের ক্ষেত্রে তিন ভাবে বাংলাদেশে যাওয়া যেতে পারে। এক আকাশ পথে, দুই সড়ক এবং তিন পরিবহন ট্রেনে চেপে। এর মধ্যে ট্রেনে চেপে যেতে হলে সবথেকে ভালো বিকল্প হল মৈত্রী এক্সপ্রেস। আজকের প্রতিবেদনে সেই মৈত্রী এক্সপ্রেস নিয়েই আলোচনা করা হলো।

Advertisements

​মৈত্রী এক্সপ্রেস: ২০০৮ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে দু দেশের মধ্যে চলা চল শুরু হয় এই আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনটির। ট্রেনটি মৈত্রী কথার অর্থ হল বন্ধুত্ব। এটি ট্রেনটি দুই দেশে মধ্যেকার বন্ধুত্বকেই তুলে ধরে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে সপ্তাহে চার দিন চলাচল করে এই আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনটি।

Advertisements

​ট্রেনের সময়সূচি: মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে সোম, মঙ্গল, শুক্র এবং শনি এই চার দিন চলাচল করে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে বিকেল ৪ টে ৫ মিনিটে ঢাকা পৌঁছয়। অপরপক্ষে বুধ, শুক্র, শনি ও রবিবার বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮ টা ১৫ তে ছেড়ে কলকাতায় পৌঁছয় বিকেল ৪ টেতে।

​টিকিট মূল্য: যেহেতু মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেন, তাই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার যে ইমিগ্রেশন খরচ সেইটি টিকিটের মূল্যের সঙ্গে ধরা থাকে। ইমিগ্রেশন মূল্য সময় সমেত মৈত্রী এক্সপ্রেসের দু ধরনের টিকিট হয়ে থাকে। এক ধরনের টিকিট এসি কেবিনের জন্য অন্যটি এসি চেয়ার কারের জন্য। দুদেশের টাকার মূল্য ভিন্ন হওয়ায় দু দেশ থেকে টিকিট কাটার মূল্যটিও ভিন্ন। তবে ১ থেকে ৫ বছরের মধ্যে শিশুদের জন্য টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। কলকাতা থেকে ঢাকা যাওয়ার এসি কেবিনের টিকিটের মূল্য ২০১৫ টাকা এবং এসি চেয়ার কারের টিকিটের মূল্য ১৩৪৫ টাকা। এছাড়াও ট্যাক্স বাবদ আরও কিছু টাকা যুক্ত হবে। অপর পক্ষে ঢাকা থেকে কলকাতা আসার এসি কেবিনের টিকিটের মূল্য ২৫২২ টাকা এবং এসি চেয়ার কারের টকিটের দাম ১৭৪৮ টাকা। এছাড়াও ট্যাক্স বাবদ আরও কিছু টাকা যুক্ত হবে।

​কি ভাবে টিকিট কাটবেন: টিকিট কাটার জন্য দুই দেশে আলাদা আলাদা অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও ভারত থেকে টিকিট কাটতে গেলে কলকাতা স্টেশন থেকে টিকিট কাটা যায় এবং বাংলাদেশ থেকে টিকিট কাটতে হলে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে টিকিট কাটা যায়। তবে টিকিট কাটতে হলে বৈধ পাসপোর্ট এবং ভিসা সঙ্গে থাকা বাধ্যতামূলক।

Advertisements