রাম নগরী অযোধ্যায় (Ayodhya) তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় রামলালা মন্দির (Ramlala Mandir)। সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশের পর অনেক দিন ধরেই কাজ চলছে মন্দির স্থাপনার। এবার সেই বহু প্রতিক্ষিত রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এক বছর পরে অর্থাৎ ২০২৪ সালের মকর সংক্রান্তিতে, মন্দিরে ভগবান রামের শিশুরূপের মূর্তি স্থাপন করা হবে।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপাল দাসের উত্তরসূরি হলেন কমল নয়ন দাস। তিনি জানান, রাম মন্দিরের প্রায় ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। জানুয়ারির মধ্যে বাতি ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। কাজ সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে মন্দির।
এদিকে অযোধ্যার বিশ্ব হিন্দু পরিষদের (Biswa Hindu Parishad) আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা বলেছেন, ভক্তরা রাম মন্দির খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই ভক্তদের জন্য এবার প্রকাশ্যে আনা হলো মন্দির খোলার দিন। জানা গিয়েছে মূর্তি স্থাপনের পর ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলার পাশাপাশি নিত্য নৈমিত্তিক পূজার্চনাও শুরু করা হবে রামমন্দিরে।
২০২৪ সালেই রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত করা হবে বলে জানা গিয়েছে। মণি রাম দাস ছাভনি পীঠের মহন্ত কমল নয়ন দাস বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করা হবে। মন্দিরের দরজা সেই সময় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানান, আগামী বছরের ১ জানুয়ারি ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।
অন্যদিকে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের হিবেসরক্ষক স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ জানিয়েছেন, মন্দির নির্মাণের কাজ শেষ হলেই শ্রীরামের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। ২০২৪-র জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভগবান শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠা করা যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ট্রাস্টি বোর্ডের আরো দাবি, মন্দিরের ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। ফলে খুব দ্রুত এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।