পুরীর (Puri) মন্দিরে এবার গেস্ট হাউস (Puri Guest House) তৈরি করবে রাজ্য সরকার। মাস খানেক আগেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। এ বার সেই পরিকল্পনা কার্যকরী করার পথে এগোচ্ছে রাজ্য সরকার (State Government)।
মঙ্গলবার বিকালে ভুবনেশ্বরের (Bhubaneshwa) উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে ভুবেনশ্বরে থাকেন তিনি। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) পুজো দেন। বুধবার বার পুজো দেওয়ার পর বৃহস্পতিবার তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে একটি বৈঠক করবেন এবং গেস্ট হাউস নির্মাণের ব্যাপারে কথা বলবেন। আলোচনা সেরে ওই দিনই তাঁর কলকাতায় ফিরে আসবেন তিনি।
পুরীর কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে তার এলাকা এই সফরেরই ঠিক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জমি দেখে ফেলেছেন নিজেই। জমি দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি নিয়ে সন্তুষ্ট। তবে কত পরিমাণ জমি উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে গেস্ট হাউস তৈরি করার জন্য দেবে তা বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করার পরই বোঝা যাবে।
উল্লেখ্য, পুরীর সমুদ্রের কাছ এবং মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক বেসরকারি গেস্ট হাউস ও হোটেল রয়েছে। তবে পুরীতে বাংলার সরকারি গেস্ট হাউস এই প্রথম। ফলে বাঙালি পর্যটকদের জন্য নিঃসন্দেহে তা বাড়তি উৎসাহ জোগাবে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী, পুরীর গেস্ট হাউস কেমন হবে তার নক্সাও করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আর এই ওড়িশা সফরে জমির ও গেস্ট হাউস নির্মাণের ব্যাপারে ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলেই শুরু হয়ে যাবে গেস্ট হাউস নির্মাণের কাজ।