সুখবর, বাড়ল Axis ব্যাঙ্কের FD-তে সুদ, কতটা লাভ হবে আপনার

Antara Nag

Published on:

Advertisements

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। RBI এই বার রেপো রেট (Repo rate) বাড়ানোর পর অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে। আর সেই তালিকায় জুড়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) নাম। এবার ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক।

Advertisements

৭ দিন থেকে ১০ দিনের স্থায়ী আমানতে বর্তমানে সাধারণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। আর একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা পাবেন ৬ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। এই ব্যাঙ্ক বর্তমানে ২ বছর থেকে ৩০ মাস পর্যন্ত মেয়াদের সুদে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৬ শতাংশ পর্যন্ত দিচ্ছে সুদ। আর প্রবীণ নাগরিকদের জন্য এর পরিমাণ ৮.০১ শতাংশ। ৪ এপ্রিল থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে বলে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে।

Advertisements

৩০ মাস থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের (FD) উপর এখন থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ১৩ মাস থেকে ২ বছরের সময় যুক্ত ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর এখন থেকে ৭.১৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

Advertisements

২ বছর থেকে ৩০ মাস মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের উপর ব্যাঙ্ক ৭.২৬ শতাংশ সুদের হার অফার করে থাকে। ১ বছর থেকে ১ বছর ২৪ দিন সময়ের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১০ শতাংশ সুদের হার দেবে। ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৭ শতাংশ সুদের হার দেবে বলে জানা গিয়েছে। ৯ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.০০ শতাংশ সুদের হার দেওয়া হবে। ১৮০ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৭৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।

৯০ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৪.৭৫ শতাংশ সুদের হার দেওয়া হবে।৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৪.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৪.০০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ শতাংশ সুদের হার অফার করছে।

Advertisements