বাড়তি পাঁপড় না পেতেই তেলে বেগুনে অবস্থা, থালা বাসন ছুঁড়ে রণক্ষেত্র বানাল পাত্রপক্ষ

Antara Nag

Published on:

Advertisements

বিয়ে বাড়িতে (Wedding house) অনেক কিছুই ঘটনা ঘটে সেসব আমরা খুব ভালো রকম ভাবেই জানি। কিন্তু খাবার চেয়ে খাবার না পেয়ে বিয়ে বাড়িতে নিমন্ত্রিতরা ঝামেলা শুরু করে, এমন ঘটনা খুব কমই দেখা গেছে। সম্প্রীতি এমনই এক ঘটনা ঘটলো কেরালার একটি গ্রামে।

Advertisements

সম্প্রতি এমনি এক ভিডিও ভাইরাল (Vairal video) হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যেখানে দেখা যাচ্ছে বরপক্ষ খাবার খাওয়ার সময় পাপড় না পেয়ে শুরু করে ঝামেলা। সেই ঝামেলা ধীরে ধীরে এতই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তারা জিনিসপত্র ছোড়াছুড়ির পর্যায়ে চলে যায়।

Advertisements

টুইটারে রাকেশ কৃষ্ণণ সিমহা নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ১০০ শতাংশ স্বাক্ষর রাজ্য কেরালায় ভোজের সময় একটি এক্সট্রা পাঁপড় চাওয়ায় রণক্ষেত্রের সৃষ্টি হয়।

Advertisements

অনম্যানোরমা-র একটি রিপোর্ট অনুযায়ী, কেরালার (Kerala) আলাপ্পুঝা (Alappuzha) শহরে এই ঘটনাটি ঘটেছে। বরের বন্ধুরা ওই বিবাহ অনুষ্ঠানে (Marriage ceremony) খেতে বসেছিল। খেতে বসে অনেকক্ষণ ধরেই পাপড় চাইতে থাকে তারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত করেননি ক্যাটারিং সার্ভিস এর লোকজন। যার ফলেই রেগে যায় তারা। এবং এর পরে শুরু করে তাণ্ডব।

খুশির অনুষ্ঠানে শুধু কয়েক পিস পাঁপড়ের জন্য মুহূর্তে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রথমে কেটারিং সার্ভিসের লোকজনের সঙ্গে বাদানুবাদ শুরু হয় পাত্রপক্ষের। তারপর সেই লড়াই সরাসরি কন্যাপক্ষের সঙ্গে বেঁধে যায়। এর পর এক পক্ষ অপর পক্ষকে জুতো ছুড়তে থাকে, চেয়ার-টেবিলও নিক্ষেপ করতে থাকে একে অপরের দিকে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে ভাইরাল।

Advertisements