আপনি কি দীর্ঘদিন অপেক্ষা করছেন সরকারি চাকরির জন্য? তবে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রসার ভারতী (Prasar Bharati Recruitment) তরফ থেকে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুণ্যপদটি হল ভিডিয়োগ্রাফার পদ। প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে ভিডিয়োগ্রাফার পদে। তবে শূন্যপদ রয়েছে মাত্র ৪১ টি। যারা আগ্রহী আবেদনকারী তারা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট prasarbharati.org – এ গিয়ে আবেদন জানাতে পারেন।
প্রসার ভারতীর (Prasar Bharati Recruitment) তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে। তাতে ৪১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে। ভিডিয়োগ্রাফার পদের জন্যই এই বিজ্ঞপ্তি।তবে এই পদের জন্য দুই বছরের চুক্তি নির্ধারিত করা হবে। অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সিনেমাটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যাদের মোজো চালানোর অভিজ্ঞতা রয়েছে বা শর্ট ফিল্ম মেকিংয়ের কোর্স করেছেন, তাদের বেশি অগ্রগণ্যতা দেওয়া হবে। তবে ৪১টি শূন্যপদে ভিডিয়োগ্রাফার নিয়োগ করা হবে। কর্মীদের দুই বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স সীমা অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে।
যারা প্রসার ভারতীয় ((Prasar Bharati Recruitment)) এই পদের জন্য আগ্রহী তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও তাদেরকে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিনেমাটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে।
আবেদনকারীকে অবশ্যই প্রথমে প্রসার ভারতীর ((Prasar Bharati Recruitment)) অফিসিয়াল ওয়েবসাইট applications.prasarbharati.org – এ যেতে হবে।এরপরে আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে।যখন ফর্ম পূরণ করা হয়ে যাবে তা সাবমিট করুন এবং অবশ্যই একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।