Amitabh Chowdhury: লাখ নয় কোটিতে খেলেন! অ্যাক্সিস ব্যাঙ্কের MD অমিতাভ চৌধুরীর বেতন শুনলে ভ্যাবাচ্যাকা খাবেন

Antara Nag

Published on:

Advertisements

অভিতাভ চৌধুরী (Amitabh Chowdhury) যার হাতে রয়েছে ভারতের সবথেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের দায়িত্ব। বর্তমানে তিনি হলেন অ্যাক্সিস ব্যাঙ্কের (Axix Bank) ম্যানেজিং ডাইরেক্টর। শুনলে অবাক হবেন বর্তমানে তাঁর নাম রয়েছে ভারতের সবথেকে প্রভাবশালী, ধনবান ব্যাঙ্কারদের তালিকায়।

Advertisements

১৯৮৫ সালটা অমিতাভ চৌধুরীর (Amitabh Chowdhury) জীবনে খুবই গুরত্বপূর্ণ। তিনি পিলানীর বিড়লা ইন্সস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে ইঞ্জিনিয়রিংয়ে স্নাতক হয়ে পাশ করেন। তারপর তিনি পাড়ি দেন সোজা আমেদাবাদ। সেখানকার ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পাশ করেন। তারপর শুরু হয় অমিতাভ চৌধুরীর কর্মজীবন।

Advertisements

তিনি টানা ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কাজ করেন ইনফোসিস বিপিও-র সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। এছাড়াও তিনি ছিলেন এইচডিএফসি লাইফ ইনস্যুরেন্সেরও গুরু দায়িত্বে। তারপর তাঁর জীবনে আসে সবথেকে বড় সুযোগ। তিনি ২০১৯ সালে যোগ দেন অ্যাক্সিস ব্যাঙ্কে (Axix Bank)। সেই ২০১৯ সাল থেকেই ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও-র পদ সামলাচ্ছেন অমিতাভ চৌধুরী (Amitabh Chowdhury)।

Advertisements

অমিতাভ চৌধুরীর (Amitabh Chowdhury) আরো অনেক বহু পরিচয় আছে অ্যাক্সিস ব্যাঙ্কের শীর্ষপদে থাকা ছাড়াও। তিনি এইচডিএফসি ক্রেডিলা লিমিটেডের একজন স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি যুক্ত ছিলেন শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোং লিমিটেড এবং মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস লিমিটেডের বোর্ডেও।

শুনলে সত্যি অবাক হবেন অমিতাভ চৌধুরী (Amitabh Chowdhury) শেষ অর্থবর্ষে ৭.৬২ কোটি টাকা উপার্জন করেছেন। এদেশের সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের শীর্ষকর্তার বেতনের নিরিখে সর্বোচ্চ তালিকায় অমিতাভর নাম রয়েছে। তবে শুধু তিনি নন, অর্থবান ব্যাঙ্কারদের তালিকায় রয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্কের সন্দীপ বক্সি। ২০১৯ সালে তিনি ভারতের সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের শীর্ষকর্তার মধ্যে সর্বোচ্চ বেতনভুক্ত ‘বস’ হিসাবে পরিচিত ছিলেন। সেই সময় তাঁর বেতন ছিল প্রতি মাসে ২২ লক্ষ টাকা।

Advertisements