স্কুটার-বাইকের জন্য লোন উল্টোপাল্টা কাগজপত্র নিচ্ছে না তো! সঠিকটা জেনে নিন

Published on:

Advertisements

Two Wheeler Loan : যাতায়াতের সুবিধা থেকে নানা রকম কাজকর্মে বাইকের জুড়ি মেলা ভার। ঘরে একটা বাইক থাকলে কতই না সুবিধা। ধরুন আপনি অনেকদিন থেকে মনে করছেন একটা বাইক কিনবেন, বা একটা পছন্দের স্কুটি। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে দাম। বিগত কয়েক বছরে হুহু করে দাম বেড়েছে টু হুইলার গুলির। বাজারে পাল্লা দিয়ে যেমন এক একটি কোম্পানি এক এক মডেলের বাইক – স্কুটি বাজারে এনেছে, তেমনি দামও বেড়েছে। তাই চাইলেও আর কিনে উঠতে পারছেন না অনেকেই। সেখানেই বিকল্প টু হুইলার লোন।

Advertisements

এখন বাইকের শোরুমগুলিতে গেলেই, টু হুইলার লোন দেওয়ার জন্য অনেক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বসে থাকেন। বিভিন্ন জন বিভিন্ন রকম স্কিম বোঝায় আপনাকে। কিন্তু বলতে যতটা সহজ, ততটা সহজ নয় লোন পাওয়া। রয়েছে হাজারও ঝক্কি। নানা রকম ডকুমেন্টেশন{ বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম নিয়ম রয়েছে লোন দেওয়ার ক্ষেত্রে। একইসঙ্গে দেখা হয় আপনি লোন পাওয়ার যোগ্য কিনা, বা কতটা পরিমান লোন আপনাকে দেওয়া হবে। তাই যদি আপনারও টু হুইলার লোন নিয়ে বাইক কেনার পরিকল্পনা থাকে, তাহলে এই প্রতিবেদন মিস করবেন না। লোন পেতে সুবিধা হবে অনেক।

Advertisements

লোন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নথিপত্র জমা দেওয়া। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক থাকলে লোন পাওয়া  হজ হয়ে যায় অনেকটাই। তাই আসুন আজকে জেনে নেওয়া যাক টু হুইলার লোন পেতে কি কি নথিপত্র আপনাকে হাতের কাছে রাখতে হবে। লোন পাওয়ার জন্য প্রয়োজনীও নথিগুলি আপনার কাছে রয়েছে কিনা।

Advertisements

জেনে নেওয়া যাক কারা বাইকের জন্য লোন নিতে পারেন।
বাইকের জন্য লোন নিতে গেলে আপনার বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। পাশাপাশি, লোন ম্যাচিওর অর্থাৎ শোধ করার সময় আপনার সর্বোচ্চ বয়স ৬৫ বছরের কম হতে হবে।

যিনি লোন নেবেন, তাকে সংশ্লিষ্ট সেই জায়গায় ন্যূনতম এক বছরের বাসিন্দা হতে হবে। একই সঙ্গে সেলফ এমপ্লয়েড বা চাকরির ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্যালারিড ব্যক্তিদের জন্য যা যা নথি লাগবে –
পরিচয় পত্র হিসাবে – পাসপোর্ট/প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি/আধার কার্ড/ সরকারি পরিচয় পত্রের কোনও একটি। সঙ্গে 2 টি পাসপোর্ট সাইজ ফটো।
ঠিকানা প্রমাণ পত্র হিসাবে – পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি/ ইউটিলিটি বিল/আধার কার্ড/ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ পোস্ট সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ প্রপার্টি অথবা মিউনিসিপাল ট্যাক্স জমা করার নতির মধ্যে কোনও একটি।
শেষ 3 মাসের স্যালারি অথবা ফর্ম 16 অথবা ITR ফাইলিং এবং শেষ 3 মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাধ্যতামূলক।

সেলফ এম্প্লয়েড ব্যক্তিদের জন্য যা যা লাগবে –
সেলফ এমপ্লয়েড ব্যক্তিদের জন্য পরিচয় পত্র বা ঠিকানা প্রমাণপত্র হিসেবে উপরে উল্লেখ করা নথি গুলির কোনও একটি করে জমা দিলেই হবে। একই সঙ্গে ইনকাম প্রুফ হিসেবে লাগবে শেষ 3 মাসের ট্যাক্স রিটার্ন (ITR) এবং শেষ 3 মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাধ্যতামূলক।

Advertisements