You must know about some Strange Rules of Indian Railways: বিশ্ব দরবারে ভারতীয় রেলব্যবস্থা নিজের আধিপত্য কায়েম করেছে নিজের দক্ষতাতেই। ভারতের অন্যান্য গণপরিববনের মধ্যে রেল ব্যবস্থার সবথেকে সাশ্রয়ী এবং আরামদায়ক। যদিও ভারতীয় রেল সম্পর্কে মানুষ যাবতীয় তথ্য সঠিকভাবে জানেন না। তাই মানুষের মধ্যে এর নিয়ম-কানুন নিয়ে কৌতূহলের শেষ নেই। রেলের কী কী নিয়ম (Rules of Indian Railways) রয়েছে সে সম্পর্কেও অনেকেই ওয়াকিবহাল নয়। এতদিন আমরা সবথেকে ভালো ট্রেন ট্রেনের পরিষেবা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের প্রসঙ্গটা সবার থেকে আলাদা।
বিভিন্ন ধরনের ট্রেন নিয়ে আলোচনা করে থাকলেও মালগাড়ি নিয়ে সেভাবে কখনোই আলোচনা করা হয় না। এ সব থেকে বড় কারণ হলো এটি প্যাসেঞ্জার পরিবহনে সাহায্য করে না। সাধারণত জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মালগাড়ির প্রয়োজন হয়। আজকে আমরা জেনে নেব ভারতীয় রেলের নিয়ম অনুসারে (Rules of Indian Railways) কেন মালগাড়ির কেবিনে বিদ্যুৎ এবং জল থাকে না।
ভারতীয় রেলের বহু অজানা তথ্য (Rules of Indian Railways) আজকে সামনে আসবে এই প্রতিবেদনের মাধ্যমে। চলুন দেরি না করে চটজলদি দেখে নিই আসল কারণগুলো। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে মালগাড়ির শেষে যে একদম কেবিন থাকে সেখানে কেন কোনও বিদ্যুৎ, আলো দেওয়া হয় না? যাত্রীবাহী ট্রেন নিয়ে তো অনেক আলোচনা করা হলো এইবার আলোচনার মূল আকর্ষণ হল মালগাড়ি। রেলের মালবাহী ট্রেনে ট্রেন ম্যানেজারের অবস্থা খুবই শোচনীয় হয়। এই ট্রেনে তাদের ভালো রকম বসার চেয়ার অবধি থাকে না।
তাদের কাজ করার জন্য পর্যাপ্ত টেবিল পর্যন্ত থাকেনা এমনকি সবথেকে দুঃখজনক ঘটনা হলো এই কেবিনে বিদ্যুৎ আর পানীয় কোনো কিছুরই ব্যবস্থা নেই। সাধারণ মানুষ হয়তো ভাবছেন যারা ট্রেন চালান তারা হয়তো খুব সুখেই চাকরি করে কিন্তু আসল সত্যটা এমন নয়। বিশেষ করে যারা মালগাড়ীর কেবিন ম্যানেজার হন তাদের অবস্থা খুবই শোচনীয়। রেলের নিয়ম অনুসারে (Rules of Indian Railways) ঘন্টার পর ঘন্টা তারা দায়িত্ব পালন করে গেলেও সেভাবে আরাম পান না। রেলমন্ত্রক গার্ড সাহেবের পদের নাম পরিবর্তন করে ট্রেন ম্যানেজার করেছে। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাদের দেওয়া হয় না। আপনি কি কখনো ভাবতে পারেন কিভাবে একজন ম্যানেজার চলন্ত চেয়ার এবং টেবিলে বসে আট-আট ঘন্টা, কখনও কখনও ১২ ঘন্টা ডিউটি করছেন?
এবার সব থেকে বড় প্রশ্ন উঠেছে যে কেন গুড গার্ডসের কেবিনে কোনরকম আলো ও জলের ব্যবস্থা নেই? নেটওয়ার্কের দিক থেকে ভারতীয় রেল ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে। মালগাড়িগুলোকে এমন এমন জায়গায় পৌঁছতে হয় যেখানে বিদ্যুতের ব্যবস্থা সেরকমভাবে নেই। আর গুড গার্ডসের চাকরি কিন্তু বিদ্যুৎ ছাড়াই করা যায়। তাই মালগাড়ি দেখাশোনার জন্য কোনও বিদ্যুৎ ব্যবহার করা হয় না।