Some Home Remedies for Stain Cleaning from Sharee: শীত ঋতু মানেই নানা অনুষ্ঠানের আগমন। অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। নেমন্তন কি পেয়েছেন? বিয়ের নিমন্ত্রণ মানেই মাথায় আসে কব্জি ডুবিয়ে খাওয়ার ভাবনা। সেটা পাড়া-প্রতিবেশী হোক বা আত্মীয়-স্বজনের বিয়ে। কিন্তু খেতে গিয়ে বিপদ ঘটিয়ে ফেলেছেন? দামি উজ্জ্বল শাড়িতে খাবারের দাগ লাগিয়ে ফেলেছেন? ফুচকার টক জল পড়ে গেছে? কিভাবে দাগ তুলবেন? সেই নিয়ে চিন্তিত? কোন চিন্তা নেই, এই ঘরোয়া উপাদান দিয়েই এক চুটকিতে দূর হবে শাড়ির যে কোনো দাগ (Stain Cleaning from Sharee)। আসুন সেই প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক।
পোশাক থেকে দাগ তোলার প্রতিকার
অ্যাপেল সাইডার ভিনিগার:- বিয়ে বাড়ির অনুষ্ঠানে জমিয়ে খেতে গিয়ে দামি পোশাকে মাংসের ঝোল লাগিয়ে ফেলেছেন? ভয় পাবেন না, বাড়ি গিয়ে রান্নাঘরে খুঁজুন অ্যাপেল সাইডার ভিনিগার। যদি থাকে তা সেই দাগ লাগা অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর তা ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেললেই দাগ উধাও হয়ে যাবে। পোশাকের জৌলুস ফিরে আসবে।
পাতিলেবু:- খাবারের অন্যতম উপকরণ হলো পাতিলেবু। যা কম-বেশি প্রত্যেক বাড়িতেই থাকে। খাবারের পাতে যেমন নুন, লঙ্কার সাথে লেবু না থাকলে জমে না, তেমনি খাবার খেতে গিয়ে শাড়ি বা জামায় যদি দাগ লাগিয়ে ফেলেন সেই দাগ তুলতেও দুর্দান্ত কাজ করে এই পাতিলেবুর রস (Stain Cleaning from Sharee)। কিভাবে ব্যবহার করবেন? পাতিলেবু কেটে তার এক টুকরো পোশাকের যে অংশে দাগ লেগেছে সেই অংশে ঘষাঘষি করুন। দেখবেন লেবুর রসে থাকা অ্যাসিডের বিক্রিয়ায় কয়েক মিনিটেই উঠে গিয়েছে পোশাকে লেগে থাকা দাগ। পোশাক পূর্বের মতোই উজ্জ্বল হয়ে গেছে।
বেকিং সোডা:- শাড়ি বা পোশাকের দাগ তুলুন বেকিং সোডা দিয়ে। দারুন উপকার পাওয়া যায় রান্নার এই উপকরণে। জেদি দাগ খুব সহজেই উঠে যায় বেকিং সোডা ব্যবহারের মাধ্যমে। কিভাবে ব্যবহার করবেন? একটি গামলা জাতীয় পাত্র নিন, তাতে পোশাকের যে অংশে দাগ লেগেছে সেই অংশটি রেখে তার ওপরে বেকিং সোডা মাখিয়ে নিন। তারপর তা সেই পাত্রে রেখে পরের দিন একটু ঘষাঘষি করে ধুয়ে নিন। দেখবেন ম্যাজিকের মতো উধাও হয়ে গিয়েছে পোশাকে লেগে থাকা দাগ।
ঠান্ডা জল:- পোশাক সাদা রঙের হোক, গোলাপী হোক বা যে কোনো রঙের পোশাকে খাবারের কোনো দাগ লাগলে তা পোশাকটি নষ্ট করে দেয়। পোশাকের সেই জায়গাটির রং পরিবর্তন করে দেয়। দেখতে খারাপ লাগে। তবে সেই পোশাকের দাগ খুব সহজেই তোলা যায়। বাড়িতে বেকিং সোডা, অ্যাপেল সাইডার ভিনিগার যদি না থাকে ঠান্ডা জল দিয়েও সেই দাগ তুলতে পারেন (Stain Cleaning from Sharee)। কিভাবে? পোশাকের দাগ লাগা অংশে ঠান্ডা জল দিয়ে হালকা করে ঘষে ধুয়ে নিন। দেখবেন দাগ মুছে গিয়েছে। তবে বেশি ঘষলে কিন্তু দাগ ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে।