মিচেল স্টার্কের এক বল করার খরচ কত! শুনলে লজ্জা পাবেন আম্বানিরাও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বড় বড় শিল্পপতিরা প্রতিমুহূর্তে কোটি কোটি টাকা রোজগার করে থাকেন। কোটি কোটি টাকা রোজগার করার তালিকায় যেমন রয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, ঠিক সেই রকমই রয়েছেন এলন মাস্ক সহ অন্যান্যরা। তবে এই সকল শিল্পপতিরা প্রতিমুহূর্তে কোটি কোটি টাকার রোজগার করলেও এবার তারা মিচেল স্টার্কের (Mitchell Starc) এক বলের দাম শুনে রীতিমতো লজ্জা পাবেন।

Advertisements

এই মুহূর্তে মিচেল স্টার্ক আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগে সবচেয়ে আলোচনায় চলে এসেছেন। তিনি এইভাবে আলোচনায় আসার মূল কারণ হলো, বিশাল অঙ্কের টাকা দিয়ে তাকে দলে নেওয়া। দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ সালের আইপিএল শুরু হওয়ার আগে যে মিনি নিলাম হয় তাতেই রেকর্ড দামে বিক্রি হন তিনি। আইপিএলের ইতিহাসে তার থেকে বেশি দামে আর কোন খেলোয়ার বিক্রি হয়নি এর আগে।

Advertisements

কলকাতা নাইট রাইডার্স এই মিনি নিলামে মিচেল স্টার্ককে দলে নেওয়ার জন্য একবারেই খরচ করে দেয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা। কেকেআর যদি এবারের আইপিএলে প্লে অফে উঠতে ব্যর্থ হয় তাহলে ১৪টি ম্যাচ খেলার জন্যই মিচেল স্টার্ককে দিতে হবে ২৫ কোটি টাকা। এই হিসাব অনুযায়ী মিচেল স্টার্ক প্রতি ম্যাচের পিছনে পাবেন ১ কোটি ৭৬ লক্ষ ৭৮ হাজার ৫৭১ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Earning of Mukesh Ambani: IPL 2023 থেকে কত টাকা পকেটে পুরলেন মুকেশ ও নীতা আম্বানি!

কেকেআর যদি প্লে অফে না ওঠে এবং মিচেল স্টার্ক যদি সবকটি ম্যাচ খেলে প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার করে বল করেন তাহলে তার মোট ওভার দাঁড়াচ্ছে ৫৬ ওভার। এই হিসাব অনুযায়ী প্রতি ওভারের জন্য মিচেল স্টার্ক পাবেন ৪৪ লক্ষ ১৯ হাজার ৬৪২ টাকা। আবার যদি প্রতি বলের হিসেব করা যায় তাহলে মিচেল স্টার্কের করা এক একটি বলের খরচ দাঁড়াচ্ছে ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা।

একবার ভাবুন তো, মিচেল স্টার্ক একটি বল করেই পাবেন ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা। এর আগে কোন আইপিএল তারকা এত টাকা পাননি। এর আগে কোন আইপিএল তারকা এক একটি বলের জন্য এই টাকার ধারে কাছে পৌঁছাতে পারেননি। স্বাভাবিকভাবেই মিচেল স্টার্ক এখন যেমন আলোচনায় এসে গিয়েছেন ঠিক সেইরকমই কেকেআরের এমন সিদ্ধান্ত নিয়েও চারদিকে নানান আলোচনা চলছে।

Advertisements