India Stock Market beat China: মাথায় হাত চীনের! স্টক এক্সচেঞ্জে হংকংকে পিছনে ফেলে বড় জায়গা দখল ভারতের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চীনকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি জাত শত্রু হিসেবে ধরে থাকে ভারতও। যে কারণে বিভিন্ন ক্ষেত্রে চীনের আধিপত্য ঠেকানোর জন্য নানান ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় বিশ্বের একাধিক দেশকে। ঠিক সেই রকমই ভারতের তরফ থেকেও চীনের আধিপত্য ভারতের বাজার থেকে দূর করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসবের মধ্যেই এবার স্টক এক্সচেঞ্জেও (India Stock Market beat China) মাথায় হাত পড়ল চীনের।

Advertisements

গত বছর ডিসেম্বর মাস থেকেই ভারতের শেয়ারবাজার বিদ্যুতের গতিতে ছুটে চলেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন স্টকের দাম। এমন পরিস্থিতিতে দেখতে দেখতে মঙ্গলবার এমন এক জায়গায় ভারতীয় স্টক এক্সচেঞ্জ এসে পৌঁছেছিল যে তা টপকে গেল হংকংয়ের স্টক এক্সচেঞ্জকে। ভারতের স্টক মার্কেট হংকংকে পিছনে ফেলে দিয়েছিল বলেই জানা যাচ্ছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট থেকে।

Advertisements

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সোমবার পর্যন্ত ভারতীয় স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সময় তালিকাভুক্ত শেয়ারগুলির দাম দাঁড়িয়েছিল ৪.৩৩ ট্রিলিয়ান মার্কিন ডলার। হংকংয়ের ক্ষেত্রে যা ছিল ৪.২৯ ট্রিলিয়ন ডলার। হংকংয়ের স্টক মার্কেটে তালিকাভুক্ত থাকা অধিকাংশ নামিদামি শেয়ারগুলির গ্রাফ ধীরে ধীরে নামছে বলেই জানা গিয়েছে। ভারতের স্টক মার্কেট গত ৫ ডিসেম্বর প্রথম ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারকে ছাপিয়ে গিয়েছিল। এটিই ছিল স্টক মার্কেটে সবচেয়ে বড় ইতিহাস। এরপর এখন তা হংকংয়ের স্টক মার্কেটকেও ছাপিয়ে গেল।

Advertisements

আরও পড়ুন ? Lithium Deal: চীনের পেটের ভাত কাড়তে চলেছে ভারত! ব্যাটারি নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের

ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতীয় স্টক মার্কেট ৪.৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এখন হংকংকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের তকমা পেয়েছে। হংকংয়ের থেকে ছিনিয়ে নিয়েছে এই তকমা। বিশেষজ্ঞদের তরফ থেকে দাবি করা হচ্ছে, খুচরো বিনিয়োগকারী এবং প্রত্যক্ষ বিদেশি লগ্নি শেয়ার বাজারে ঢুকতে শুরু করার পরিপ্রেক্ষিতেই ভারতীয় স্টক মার্কেটের গ্রাফ দ্রুত বাড়তে শুরু করেছে।

ভারতীয় স্টক মার্কেটের শেয়ারগুলি দ্রুত বৃদ্ধি পাওয়ার পিছনে আরও একটি বড় কারণ হলো শিল্পপতিদের শেয়ারে বিনিয়োগের পরিমাণ অনেক বেড়েছে। ব্লুমবার্গ দাবি করছে, স্টক মার্কেটে চীনের বিকল্প হিসাবে ভারত ইতিমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বহু কোম্পানি ভারতের শেয়ার বাজারে লগ্নির পরিমাণ বৃদ্ধি করছে। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশগুলি এর আগে কেবলমাত্র হংকংয়ের শেয়ার মার্কেটে বিনিয়োগ করত। ধীরে ধীরে সেখান থেকে মুখ ফিরিয়ে এই সকল দেশগুলি ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করছে।

Advertisements