Maruti Suzuki Flying Car: এবার রাস্তার বদলে আকাশে ছুটবে গাড়ি! তৈরি করছে মারুতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maruti Suzuki Flying Car will fly in the sky instead of the road: আমরা যত আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছি তত অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে পড়ছে। গাড়ির বাজারও এর অন্যথা নয়। এর আগে মূলত বাজারে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির অধিক্যই দেখতে পাওয়া যেত। বর্তমানে আবার বহুল ব্যবহৃত হয় ইলেকট্রিক গাড়ি। কিন্তু এবার গাড়ির বাজারে যুগান্তকারী চমক আনতে চলেছে মারুতি সুজুকি। এবার মারুতি সুজুকির গাড়ি আর সড়ক পথে নয়, চলবে আকাশে (Maruti Suzuki Flying Car)।

Advertisements

ইতিমধ্যেই সুজুকি কর্পোরেশন তাদের এই নতুন প্রজেক্ট নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। এমন এক গাড়ি তারা আনতে চলেছে যা আকাশে উড়বে (Maruti Suzuki Flying Car)। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষরাও। এই উড়ন্ত গাড়ি তারা এয়ার কপ্টার স্কাইড্রাইভ নামে লঞ্চ করতে চলেছে বলে জানা যাচ্ছে সংস্থার তরফ থেকে। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে জাপানি সংস্থা সুজুকির সঙ্গে হাত মিলিয়ে এই এয়ার কপ্টার ভারতেও আসতে পারে। স্বাভাবিক ভাবে ভারতবাসীদের জন্য এটি একটি দারুণ চমক হতে চলেছে।

Advertisements

জানা গেছে প্রচলিত হেলিকপ্টারের মত বড় আকার এটির হবে না। তাই সহজেই এই বিশেষ ধরনের গাড়ি সরাসরি বিল্ডিংয়ের ছাদে ল্যান্ড করতে সক্ষম হবে। এর আকার হবে ড্রোনের থেকে কিছুটা বড়। পাইলট সহ তিন জন যাত্রীকে নিয়ে উড়তে পারবে এই স্কাই ড্রাইভ। পরিবহন ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম রূপে এটি যুক্ত হলে পরিবহনের ক্ষেত্রে দারুন উন্নতি হবে। তবে জানা যাচ্ছে এই বিশেষ ধরনের স্কাই ড্রাইভ ভারতে আনার আগে প্রথমে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই উড়ন্ত গাড়ি লঞ্চ করতে পারে নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি।

Advertisements

আরও পড়ুন ? জ্যামের চিন্তা শেষ, চলে এলো বিশ্বের প্রথম ‘উড়ন্ত বাইক’

সড়কপথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ক্যাব পরিষেবা যেমন ভাবে ব্যবহৃত হয় সেভাবেও ব্যবহার হবে উড়ন্ত এই গাড়ি (Maruti Suzuki Flying Car)। এর মাধ্যমে সম্পূর্ন আকাশ পথে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করতে গেলে যাত্রীকে ট্রাফিক ও যানজটের কোনো সমস্যা ছাড়াই অতি দ্রুত গন্তব্যে পৌঁছে দেবে সুজুকি এয়ার কপ্টার। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই নিয়ন্ত্রক সংস্থা DGCA এর সঙ্গে কথাবার্তা শুরু করেছে সুজুকি মোটর গ্লোবাল অটোমোবাইল প্ল্যানিং দফতর।

জানা যাচ্ছে ২০২৫ সালে জাপানে ওসাকা এক্সপোতে অভিনব প্রযুক্তি যুক্ত এই কপ্টার সামনে আনবে সংস্থা। এই মুহূর্তে সংস্থার তরফ থেকে বাজার বিশ্লেষণের কাজ সম্পন্ন করা হচ্ছে। যাত্রী সুরক্ষা সহ একাধিক বিষয় গুলি নিশ্চিত করা সম্ভব হলে এই গাড়ি তৈরির ভাবনা চিন্তা করা হবে।

Advertisements