নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসেই দেখা যায় কোন না কোন ক্ষেত্রে নতুন নতুন নিয়ম জারি করা হয়। নতুন নতুন সব নিয়ম জারি হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক বদল আসতে দেখা যায়। আর সেই সকল বদলের পরিপ্রেক্ষিতে অনেক সময় দেশের নাগরিকদের খরচ বেড়ে যায়, আবার অনেক সময় খরচ কমে। প্রতি মাসের মতো মার্চ মাসেও তিনটি নিয়মে বদল (March Rules Change) আসতে পারে, আর সেইসব নিয়মের বদল সরাসরি দেশের নাগরিকদের ওপর প্রভাব ফেলবে।
যে তিনটি নিয়মে পরিবর্তন আসার জল্পনা তৈরি হয়েছে সেই সকল সেক্টর সম্পর্কে আগে থেকেই জেনে রাখা দরকার। এই সকল নিয়মের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে সোশ্যাল মিডিয়া (Social Media New Rules) সংক্রান্ত যে নিয়মে বদল আসছে সেটি। কেননা এখনকার দিনে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার।
মার্চ মাসে যে তিনটি সেক্টরে পরিবর্তন আসার আশা করা হচ্ছে তার মধ্যে প্রথম সেক্টর হল রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি (LPG)। গত কয়েক মাস ধরে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামে কোন পরিবর্তন আনা না হলে মার্চ মাসের শুরুতেই দামে পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে। এবার রান্নার গ্যাসের দাম আরও কমতে পারে। কমার সম্ভাবনা তৈরি হয়েছে মূলত লোকসভা নির্বাচনের কারণে।
আরও পড়ুন ? Paneer Shop Viral Photo: দোকানদার বসেছেন পনিরের ওপর! অদ্ভুত দৃশ্য দেখে ছিঃ ছিঃ সোশ্যাল মিডিয়ায়
যাদের Fastag রয়েছে তাদের জন্য মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ২৯ ফেব্রুয়ারি শেষ দিন হিসাবে Fastag কেওয়াইসি করানোর বেছে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই কাজটি না হলে ১ মার্চ থেকে Fastag নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন যদি Fastag নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে টোল প্লাজা দিয়ে পার হওয়ার সময় দ্বিগুণ টোল দিতে হবে গাড়ি চালক অথবা মালিকদের।
তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মে বদল এনেছে সরকার। নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ১ মার্চ থেকে। নতুন নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এক্স, ইন্সটাগ্রাম সহ যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলিতে ভুল তথ্য অথবা ভুয়ো তথ্য পোস্ট করলেই মোটা অংকের জরিমানা গুনতে হবে ব্যবহারকারীদের। সুতরাং এবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেক বেশি সচেতন হতে হবে ব্যবহারকারীদের।