Tata Motors Stocks gave double returns in one year: অর্থ বিনিয়োগ করার জন্য অনেক মানুষই শেয়ার বাজারকে বেছে নিতে চান। শেয়ার বাজারের কিছু বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও এর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ কোম্পানি হল টাটা গোষ্ঠী। কয়েক দিন আগেই IPO তে দারুন রিটার্ন দিয়েছিল টাটা গ্রুপ (Tata Motors Stocks)। এবারও টাটা মোটর এর শেয়ারে অর্থ লগ্নিকারীরা দারুণ লাভের সম্মুখীন হলেন।
বর্তমানে টাটা মোটরসের প্রতিটি শেয়ার (Tata Motors Stocks) বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়। শেয়ার বাজারের বিভিন্ন ব্রোকারেজ ফার্ম গুলি দাবি করছে আগামী দুই তিন মাসের মধ্যে এই দাম আরও বাড়বে। এই কারণেই তারা এই স্টক ধরে রাখা বা কেনার পরামর্শ দিয়েছেন। গত ৫২ সপ্তাহে ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে টাটা মোটরসের শেয়ার এর দাম। ২০১৪ সালে যেখানে টাটা মোটরসের একটি শেয়ারের দাম ছিল ২৮০ টাকা তা বর্তমানে ৯২৫ টাকায় পৌঁছে গেছে।
এই প্রসঙ্গে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম গুলি দাবি করেছে চলতি বছরে টাটা মোটরসের শেয়ারের (Tata Motors Stocks) দাম ৯৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত উঠে যেতে পারে। শুধু তাই নয় অনেকে এর সর্বোচ্চ দর নির্ধারন করেছেন ১০১০ টাকা। শেয়ার বিশেষজ্ঞদের ১৪ জনের মধ্যে ১১ জনই এই কোম্পানির স্টক কেনার পরামর্শ দিয়েছেন। মাত্র দুই জন এই সংস্থার স্টক বিক্রির কথা বলেছেন।
বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত টাটা গ্রুপ এর কোম্পানি গুলির মার্কেট ক্যাপ ৩৬৫ বিলিয়ান মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০.৩০ লাখ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF এর রিপোর্ট অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থ বছরে পাকিস্তানের GDP এর পরিমাণ অনেক টাই নেমে গেছে। বর্তমানে তার পরিমাণ ৩৪১ বিলিয়ন ডলার। পাকিস্তানের অর্থনীতির থেকে অনেকটাই এগিয়ে আছে টাটা গ্রুপের মার্কেট ক্যাপ।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসে নিজেদের বৈদ্যুতিন গাড়ি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল বা EV এর দাম অনেকটা কমিয়েছে টাটা গোষ্ঠী। ব্যাটারির বাজার মূল্য কমার সাথে সাথেই কোম্পানি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে ১.২০ লাখ টাকা পর্যন্ত দাম কমেছে নেক্সন ও টিয়াগোর মতো জনপ্রিয় ইলেকট্রিক গাড়ির।