Adani Uber Deal: হাফ খরচে বুকিং হবে উবার! বড় ডিল সেরে ফেলল গৌতম আদানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Uber to deal with Adani Group regarding EV: যাতায়াত করা এবার এক্কেবারে সহজ আর সাশ্রয়ীও বটে। কারণ একসঙ্গে যৌথ প্রচেষ্টা নেবে উবার ও আদানি গ্রুপ (Adani Uber Deal)। দেশের দ্বিতীয় ধনীতম ব্যক্তি এবং আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও ক্যাব এগ্রিগেটর উবারের CEO দারা খসরোশাহীর মধ্যে হওয়া এই বৈঠকের পরই রীতিমতো জল্পনা তুঙ্গে উঠেছে।

Advertisements

জনপ্রিয় এই দুই সংস্থা (Adani Uber Deal) যৌথভাবে উদ্যোগ নিয়েছে এবং যারফলে ভারতীয় ক্যাব এগ্রিগেটরের বাজারে আলোড়ন পড়ে গেছে। কিন্তু এখনো অবধি প্রকাশ্যে আসেনি কিছুই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ক্যাব এগ্রিগেটর মার্কেটে ইভি গাড়ি সংক্রান্ত চুক্তি করছে দুই কোম্পানি।

Advertisements

সম্প্রতি উবারের CEO দারা খসরোশাহী গেছেন ভারত সফরে। তিনি শনিবার আদানি গোষ্ঠীর মালিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গেই একাধিক বৈঠক করেছেন খসরোশাহী। তবে, উবারের CEO ও আদানির (Adani Uber Deal) এই বৈঠকে দু’তরফের জন্যই লাভজনক ফল পাওয়া যাবে। বৈদ্যুতিক গাড়ি নিয়ে দুই সংস্থার তরফে চুক্তি করা হতে পারে এমনটাই বারবার আলোচনায় উঠে আসছে।

Advertisements

আরও পড়ুন ? Ola-Uber: ওলা বা উবারে বেশি ভাড়া নিয়ে নিয়েছে! দেখে নিন ফেরৎ পাওয়ার উপায়

বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গৌতম আদানি। তিনি জানিয়েছেন, ভারতে উবারের সম্প্রসারণের জন্য খোসরোশাহীর যে উন্নত দৃষ্টিভঙ্গি তাকে সত্যিই প্রশংসা জানাতে হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ আম্বানি জানিয়েছেন, ভবিষ্যতে দারা এবং তাঁর টিমের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী (Adani Uber Deal)। এছাড়াও তিনি যে কোন রকম পার্টনারশিপকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত। উল্লেখ্য বিষয় হল, বর্তমানে ৭০ টিরও বেশি পরিষেবা দিচ্ছে উবার। সেইজন্য এই সংস্থার CEO ইতিমধ্যেই ভারতীয় বাজারকে বিশ্বের কাছে কঠিনতম প্রতিযোগিতায় পরিণত করেছে।

জানেন কি উবারের ক্যাবগুলো সবই ডিজেল চালিত। ইলেকট্রিক ক্যাব ভাড়া করা সাধারণ মানুষের পক্ষে সত্যিই খুব কষ্টকর কিন্তু এই উদ্যোগের ফলে এখন তা একেবারে জল ভাত। এই প্রচেষ্টার ফলে সরাসরি লাভ নিতে পারবেন উবার বুকিংকারীরা। সাধারণত ক্যাব অ্যাগ্রিগেটরগুলো ১৫ থেকে ২৫ শতাংশ কমিশন নেয়। ধরুন ১০০ টাকা ভাড়ার ক্ষেত্রে ২০ থেকে ২৫ টাকা নেয় কোম্পানি এবং বাকি টাকার মধ্যে জ্বালানি ও গাড়ি চালকের লাভের অংশ থাকে। জ্বালানোর জন্য খরচ হয় বিপুল টাকা এবং সেই খরচ কমলে যেমন গাড়ির চালকেরা লাভবান হবেন পাশাপাশি লাভবান হবেন গ্রাহকরা। এর ফলে কিছুটা ছাড় দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি এখনো সঠিকভাবে সিদ্ধান্তে পৌঁছায়নি আলোচনার পর্যায়ে রয়েছে। তবে যদি এই বৈদ্যুতিক গাড়ি ভাড়া গাড়ি হিসেবে চালনা করা হয় ভাড়া অবশ্যই সস্তা হবে।

Advertisements