Bajaj CT 100 comes in the market with great looks and very low price: আপনি কি বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য এলো এক চমৎকার খবর যা শুনলেই আপনার মন খুশি হয়ে যাবে। মোটর সাইকেলকে এখনও এদেশে যাতায়াতের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা হয়। প্রবল যানজটের মধ্যে হোক বা সহজে অল্প সময়ে যেকোনো জায়গায় পৌঁছাতে হোক, বাইক বা মোটর সাইকেল হলো একমাত্র ভরসা। তাই সাধারণ মানুষ বাইক কেনার আগে সাধারণত দুটি প্রধান জিনিস যাচাই করে, তা হলো মাইলেজ এবং দাম। সাধারণ মানুষ এমন বাইকই বেছে নেয় যা দেবে ভালো মাইলেজ কিন্তু দাম হবে নাগালের মধ্যে। চলুন আজ আমরা আপনাদেরকে এমনই একটা দুর্দান্ত বাইকের সন্ধান দেব।
সর্বোচ্চ মাইলেজ দেওয়ার কথা বললেই প্রথমেই যে বাইকটির নাম উঠে আসে সেটি হলো Bajaj CT 100। মোটর সাইকেলটি বাজারে তিনটি রঙের ভ্যারিয়ান্টে এসেছে, যথাঃ- Black Blue, Black Red আর Fire Red। এই মডেলটির এক্স শোরুম দাম ৬৯,২১৭ টাকা থেকে শুরু। তবে অন-রোড দাম এর তুলনামূলকভাবে অনেকটাই বেশি হবে। কোম্পানির দাবি যে বাইকটি স্বাভাবিক ভাবে প্রতি লিটারে গড়ে ৭২ কিলোমিটার থেকে ৭৪ কিলোমিটার এর মধ্যে মাইলেজ প্রদান করবে।
এছাড়া বাইকটির সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার থেকে ৯০ কিমি মধ্যে হবে। এতে রয়েছে একটি 102 CC 4-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, বৈদ্যুতিন ইনজেকশন (এফ আই), এয়ার কুলড ইঞ্জিন। মোটর সাইকেলটির ফুয়েল ট্যাঙ্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০.৫ লিটার। এর মধ্যে রয়েছে ৪টি ম্যানুয়াল গিয়ারবক্স ট্রান্সমিশন রয়েছে। এর সবকটি গিয়ার নীচের দিকে।
আরও পড়ুন ? Scooter Safety Device: স্কুটার হোক বা বাইক, সিট বা চাকায় এই ছোট্ট ডিভাইস লাগালেই অনেক চিন্তা হয় দূর
Bajaj CT 100 এর ইঞ্জিন ৭৫০০ আরপিএমে ৭.৯ পিএস পাওয়ার এবং ৫৫০০ আরপিএমে ৮.৩৪ এনএম পিক টর্ক উৎপন্ন করতে পারে। মোটর সাইকেলটির এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো ১৭০ মিলিমিটার। যা সহজেই ভারতের চালানোর জন্য উপযুক্তও। এছাড়া মোটর সাইকেলটির হুইলবেস হলো ১২৩৫ মিলিমিটার।
অন্যদিকে এর দৈর্ঘ্য হলো ১৯৪৫ মিলিমিটার, প্রস্থ হলো ৭৫২ মিলিমিটার এবং উচ্চতা হলো ১০৭২ মিলিমিটার। এই মোটরসাইকেলটি আপনাকে স্প্রিং রিয়ার সাসপেনশনে হাইড্রলিক ও টেলিস্কোপিক ফ্রন্ট এবং স্প্রিং দেবে। এর পেট্রোল ট্যাংক ধারণ ক্ষমতা হলো ১০.৫ লিটার। এটি ফুল ট্যাঙ্ক তেল ভরা অবস্থায় সম্পূর্ণ ওজন হলো ১১৫ কেজি।