BSNL Recharge Plan: বলা নেই, কওয়া নেই, দুম করে BSNL এই রিচার্জ প্ল্যানে বন্ধ করে দিল একটি সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে একটি হলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। তবে এই টেলিকম সংস্থা কেবলমাত্র নিজেদের অস্তিত্বটুকু টিকিয়ে রাখতেই সক্ষম হয়েছে বলা যেতে পারে। কেননা এই টেলিকম সংস্থা এখন সমস্ত টেলিফোন সংস্থার তুলনায় পিছিয়ে পড়েছে।

Advertisements

রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা হয়েও বিএসএনএল কেন দিন দিন পিছিয়ে পড়ছে তা নিয়ে অনেকের মধ্যেই নানান প্রশ্ন রয়েছে। তবে সেই সকল প্রশ্নের উত্তর পাওয়া তো দূরের কথা উপরন্তু দীর্ঘদিন ধরে বিএসএনএল 4G পরিষেবা চালু করব করব করেও এখনো পর্যন্ত করতে পারেনি। এমনকি তারা এই পরিষেবা কবে চালু করবে সেই সম্পর্কিত কোন তথ্য ব্যবহারকারীদের সামনে পেশ করতে পারেনি। আবার এসবের মধ্যেই এই টেলিকম সংস্থা একটি রিচার্জ প্ল্যানের (BSNL Recharge Plan) বড় একটি সুবিধা বন্ধ করে দিল।

Advertisements

যেখানে দেশের সব টেলিকম সংস্থা 4G পরিষেবা চালু করার পর এখন 5G পরিষেবা চালু করে দিয়েছে অথবা চালু করার মতো পদক্ষেপ নিচ্ছে সেই জায়গায় বিএসএনএলের এমন পরিস্থিতি গ্রাহকদের হতাশ করছে। এখনো পর্যন্ত যে সকল গ্রাহকরা বিএসএনএল ব্যবহার করে থাকেন তারা মূলত দাবি করেন, কেবলমাত্র সস্তায় 2G ও 3G পরিষেবার জন্যই তারা বিএসএনএল ব্যবহার করেন। এসবের মধ্যেই নতুন যে সুবিধাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যেতো।

Advertisements

আরও পড়ুন ? BSNL 4G Service: এই শহরে BSNL 4G চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা! পৌছে গেছে BTS

আগে বিএসএনএল ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের রাতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হতো। ২০২০ সালে এই রিচার্জ প্ল্যান চালু করা হয়েছিল এবং তখন থেকেই এমন সুবিধাটি দেওয়া হতো। যার মাধ্যমে গ্রাহকরা রাত ১২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারতেন। কিন্তু সম্প্রতি এই সুবিধা তুলে দেওয়া হয়েছে। এর ফলে আর গ্রাহকরা এই সুবিধাটি পাবেন না।

বর্তমানে ৫৯৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন এবং যেকোনো নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এর সঙ্গে সঙ্গে প্রতিদিন ৩ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে এবং তারপর ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে ২৮ দিন। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়ার পাশাপাশি Zing, PRBT, Astrocell-র সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Advertisements