Jio’s appeal to TRAI has caused vi to roar: দরিদ্রদের সমস্যায় ফেলতে নয়া সিদ্ধান্ত রিলায়েন্স জিওর, অভিযোগ আনল দেশের অন্যতম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া ওরফে Vi। ভোডাফোন আইডিআর দাবি TRAI-কে 2G, 3G পরিষেবা বন্ধ করার প্রস্তাব দিয়েছে রিলায়েন্স জিও (Jio on TRAI) সংস্থা। যা সমস্যা তৈরি করবে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের। টেলিকম পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে দরিদ্র শ্রেণীর মানুষ। ফলেই দরিদ্রদের হয়ে জিওর বিরুদ্ধে অভিযোগ আনলো ভোডাফোন আইডিয়া।
প্রসঙ্গত, রিলায়েন্স জিও হল ভারতীয় টেলিকম সংস্থাগুলির অন্যতম। যা অন্যান্য কোম্পানির থেকে শীর্ষে রয়েছে। ২২টি টেলিকম সার্কেল সহ কভারের জুড়ে দেশে LTE পরিষেবা প্রদান করে জিও সংস্থা। মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে এই কোম্পানির প্রধান অফিস। অপরদিকে Vi বা ভোডাফোন আইডিয়া হল একটি সর্বভারতীয় GSM অপারেটর। যা সব ধরনের গ্রাহকদের কথা ভেবে 2G, 4G, LTE Advanced, VoLTE, 5G এবং VoWiFi নেটওয়ার্ক পরিচালনা করে। যার প্রধান অফিস অবস্থিত মুম্বাই এবং গান্ধীনগরে।
সূত্রের খবর, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও একেবারে 2G, 3G নেটওয়ার্ক বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাই-কে (Jio on TRAI)। অপরদিকে সরকারকে এমন একটা নীতি তৈরি করতে বলেছে যেখানে সমস্ত ইউজাররা নেটওয়ার্ক 4G, 5G-তে স্থানান্তরিত করে। এই খবর শুনেই নড়ে চড়ে উঠেছে ভোডাফোন আইডিয়া। জিওর এই প্রস্তাব বা সিদ্ধান্ত যে সঠিক নয় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে Vi।
ভোডাফোন আইডিয়ার দাবি, 2G, 3G পরিষেবা বন্ধ করে দিলে দরিদ্র বা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের টেলিকম যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে। টেলিকম পরিষেবা থেকে বঞ্চিত হবে। জাতীয় ডিজিটাল বিভাজনের রেখা তৈরি হবে। কারণ দেশের একটি বৃহৎ অংশ 2G, 3G পরিষেবা দ্বারা উপকৃত হয়। ভারতের প্রায় ২০ কোটি মানুষ 2G পরিষেবা গ্রহণ করে, যা জানিয়েছে Vi সংস্থা। ফলেই এই পরিষেবা বন্ধ করার বিরুদ্ধে ভোডাফোন আইডিয়া।
শুধু তাই না, এর পাশাপাশি Vi আরো জানান যে, ভোডাফোন আইডিয়া ব্যবহারকারী গ্রাহক রয়েছে প্রায় ২১৫ মিলিয়ন। যার মধ্যে 2G পরিষেবা গ্রহণ করে ৯৬ মিলিয়ন। অপরদিকে ভারতী এয়ারটেল ব্যবহারকারী ইউজার হয়েছে ৩৪৫.৫ মিলিয়ন। যার মধ্যে 2G পরিষেবা ব্যবহার করেন ১০০ মিলিয়ন। দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে Vi এবং এয়ারটেল 2G, 3G পরিষেবা প্রদান করে। যেখানে জিও সংস্থা একেবারে 4G নেটওয়ার্ক পরিচালনা করে। মূলত Vi এবং এয়ারটেলের গ্রাহক দখলে আনতে এই ধরনের সিদ্ধান্ত Jio (Jio on TRAI) সংস্থার।