Indian Mobile Export: বরবাদ হবে চীন! এবার স্মার্টফোন ব্যবসাতেও মোদির চালে কাবু জিনপিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

India has made great progress in the Indian Mobile Export market surpassing China: ক্রমবর্ধমান অর্থনীতির বিচারে ভারত সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠছে এই বিষয়ে কারো কোন সন্দেহের অবকাশ নেই। এখানেই থেমে নেই ভারত। আশপাশের দেশগুলির সাথে বাণিজ্যিক ক্ষেত্রে আদান প্রদানও বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আইএমএফ সবাই ভারতের এই উন্নতির ব্যাপারে আশাবাদী। অন্যদিকে, চীনের পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে চলেছে বলে জানিয়েছে সংস্থাগুলি। এমতাবস্তায় চীনকে আরো নতুন একটি বিভাগে (Indian Mobile Export) টক্কর দিতে উদ্যোগী হয়ে উঠছে ভারত।

Advertisements

এতদিন ধরে স্মার্টফোনের বাজারে চীন যে এক কথায় রাজত্ব করে এসেছে তা অস্বীকার করার কোন জায়গা নেই। কিন্তু এই বিষয়টিতেও চীনকে টক্কর দিতে উদ্যোগী হয়ে উঠেছে ভারত। গত কয়েক বছরে আমেরিকান কোম্পানিগুলি চীন থেকে তাদের নিজেদের ব্যবসা তুলে ভারতে নিয়ে এসেছে এর ফলে ভারতের মোবাইল রপ্তানির ব্যবসা (Indian Mobile Export) দ্রুতগতিতে এগোচ্ছে। আর অন্যদিকে চীন মুখ থুবড়ে পড়েছে। এক রিপোর্ট অনুযায়ী, ভারত বর্তমানে প্রতি ঘন্টায় ৪.৪৩ কোটি টাকার মোবাইল আমেরিকাতে রপ্তানি করছে। গত বছরের মোট রপ্তানির তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ৯ মাসেই তা ২.৫৩ শতাংশ বেড়ে গিয়েছে।

Advertisements

চীন ও ভিয়েতনামের পাশাপাশি ভারত ও আমেরিকার সব থেকে বড় স্মার্টফোন রপ্তানি (Indian Mobile Export) দেশগুলি মধ্যে অন্যতম হয়ে উঠেছে। ২০২২-২০২৩ অর্থবর্ষে মাত্র ৯৯৮ মিলিয়ন ডলারের স্মার্টফোন আমেরিকার রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেখানে ২০২৩-২০২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যেই ৪.৪৩ বিলিয়ন ডলারের স্মার্টফোন আমেরিকার রপ্তানি করেছে ভারত। চীনের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট।

Advertisements

আরও পড়ুন ? Toy Industry: ডামাডোল অবস্থায় চীনের আরও এক ব্যবসা! এই সব সংস্থা ভারতকে ছেড়ে আর বিশ্বাসই করছে জিনপিংদের

আমেরিকাতে স্মার্ট ফোন রপ্তানির (Indian Mobile Export) ক্ষেত্রে ভারতের এই উন্নতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন ও ভিয়েতনাম দুটি দেশই। চীন থেকে আমেরিকায় স্মার্টফোন রপ্তানির পরিমাণ ৩৮.২৬ বিলিয়ান ডলার থেকে কমে ৩৫.১ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে । ভিয়েতনাম থেকে রপ্তানির পরিমাণ ৯.৩৬ বিলিয়ন ডলার থেকে কমে ৫.৪৭ বিলিয়ন ডলারে এসে থেমেছে।

পিএলআই স্কিম এবং আমেরিকার আইফোন উৎপাদনকারী কোম্পানি অ্যাপেল ভারতে নিজের ব্যবসা শুরু করার পর থেকেই ভারতে মোবাইলের উৎপাদনও বেড়েছে এবং আমেরিকায় রপ্তানি (Indian Mobile Export) করার পরিমাণটাও বেড়েছে। রিপোর্ট অনুযায়ী মোবাইল রপ্তানির বাজারে ভারতের শেয়ার ৭.৭৬ শতাংশ বেড়েছে চলতি ২০২৩-২০২৪ অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যেই। ভারতের এই উন্নতিতে চীন, ভিয়েতনাম তো ব্যবসায় ভরাডুবির সম্মুখীন হয়েছেই। এছাড়াও, হংকং ও দক্ষিণ কোরিয়ার মোবাইল রপ্তানির ব্যবসাও একটু ধাক্কা খেয়েছে।

Advertisements