Juice Jacking: প্রতারণার নয়া চাল জ্যুস জ্যাকিং! বিমানবন্দর, হোটেলে সামলে রাখবেন স্মার্টফোন

Prosun Kanti Das

Published on:

Advertisements

The name of the new trap of cybercrime is Juice Jacking: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কিছু মানুষ উপকৃত হচ্ছেন ঠিকই, কিন্তু কিছু ক্রাইমও মাথা চাড়া দিয়ে উঠছে। সাইবার ক্রাইম এর মধ্যে সবথেকে বেশি ঘটনা শোনা যায় প্রতারণার। সারা বিশ্বের সাইবার ক্রাইমগুলিকে বিবেচনা করে দেখা গেছে ব্যাংকিং জালিয়াতি, ইমেইল জ্বালিয়াতি, সোশ্যাল মিডিয়া জালিয়াতি, গুপ্তচর বৃত্তি, হ্যাকিং ইত্যাদি ক্রাইম গুলি ভীষণ পরিমাণে ঘটে চলেছে।

Advertisements

কম্পিউটার ও ইন্টারনেটের মতো আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে কোন অপরাধমূলক কাজ করাকে বলে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম এর সাথে যুক্ত অপরাধীরা, অপরাধ করার জন্য এই জায়গাটিকে বেছে নেন কারণ, এই পদ্ধতি অবলম্বন করলে নিজেদের পরিচয় গোপন রেখে জালিয়াতি করা সম্ভব হয়।

Advertisements

পথ চলতি সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই জায়গায় জায়গায় তৈরি করা হয়েছিল চার্জিং পয়েন্ট। কিন্তু বর্তমানে সেই চার্জিং পোর্টের মাধ্যমেই ঘটে যাচ্ছে বিপত্তি। সাইবার ক্রাইম এর নতুন ধারা “জুস জ্যাকিং” (Juice Jacking) নিয়ে সতর্ক বার্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিমানবন্দর, রেলস্টেশন, হোটেল ইত্যাদি পাবলিক প্লেসে মোবাইল চার্জিং পয়েন্ট ব্যবহার করার আগে চার্জের জন্য ব্যবহৃত ইউএসবি পোর্ট টি সম্পর্কে সচেতন থাকুন ভারতে। প্রতিনিয়ত বেড়ে চলেছে ইউএসবি স্ক্যাম সে বিষয়েই সতর্কতা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

আরও পড়ুন ? Puri hotel booking Fraud: অনলাইনে হোটেল বুকিংয়ে পুরিতে বাড়ছে প্রতারণা! বাঁচতে দেখুন এই সব পদ্ধতি

ইদানিং, একটি নতুন প্রতারণার পদ্ধতি চালু করা হয়েছে। ইউএসবি চার্জিং পোর্ট এর মাধ্যমে হ্যাক করা হচ্ছে যে কোন ফোন। এরই নামকরণ করা হয়েছে ‘জুস জ্যাকিং” (Juice Jacking)। বিমানবন্দর, রেলস্টেশন, ক্যাফে, হোটেল, বাসস্ট্যান্ড ইত্যাদি পাবলিক প্লেস গুলিতে যে চার্জিং পোর্ট গুলি বসানো হয়েছিল সেগুলোকেই ব্যবহার করছে প্রতারক। জুস ট্রেকিং এর মাধ্যমে চার্জিং পোর্ট এর সাথে যুক্ত ফোনে একটি ম্যানওয়ের ইন্সটল করা হচ্ছে। যার সাহায্যে ফোনের যাবতীয় তথ্য চুরি করে নিচ্ছে প্রতারকরা। এই ম্যানওয়েরটি প্রতারকদের ফোন বা ট্যাবলেট এর সাথে সরাসরি যুক্ত রয়েছে।

এই প্রতারণার হাত থেকে বাঁচতে আপনি কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। যেমন, পাবলিক প্লেসে ফোন, ট্যাবলেট, বা ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক গেজেট গুলি বাইরে চার্জে না দিলেই ভালো হয়। যদি খুব প্রয়োজন পড়ে তাহলে নিজের কেবিল বা পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। চার্জে বসানোর আগে ডিভাইস টিকে অফ করতে একেবারেই ভুলবেন না। আপনার ডিভাইসে লক ব্যবহার করতে পারেন, ওয়াইফাই বা অন্য যেকোন প্রলোভনের শিকার হয়ে অচেনা কোন ডিভাইসের সাথে নিজের ডিভাইসটিকে পেয়ার করার ভুল কখনো করবেন না। এই সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলেই আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন।

Advertisements