নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেই সকল টেলিকম সংস্থার মধ্যে সবসময় জোর প্রতিদ্বন্দ্বিতা চলে জিও ও এয়ারটেল-এর মধ্যে। অধিকাংশ ক্ষেত্রেই এয়ারটেলকে এই প্রতিদ্বন্দ্বিতায় হার স্বীকার করতে হয়। তবে এবার ঠিক উল্টোটা ঘটলো। একটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এবার জিওকে বলে বলে ১০ গোল দিচ্ছে এয়ারটেল (Airtel beats Jio)।
রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এয়ারটেল জিওকে হারাবে এই বিষয়টি অধিকাংশ মোবাইল ব্যবহারকারীদের কাছেই বিশ্বাসযোগ্য নয়। তবে বিশ্বাসযোগ্য না হলেও, এটাই সত্যি। কেননা এয়ারটেল এবার জিওর থেকে ১০ টাকা কমে যেমন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে ঠিক সেই রকমই আবার তাদের ওই রিচার্জ প্ল্যানে জিওর থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে।
যে সকল জিও এবং এয়ারটেল গ্রাহকরা রয়েছেন তারা তাদের এই রিচার্জ প্ল্যানের দামের ফারাক বুঝতে পারবেন যদি একমাস অথবা তিন মাসের রিচার্জ প্ল্যান বা অন্যান্য বড় রিচার্জ প্ল্যান ছেড়ে দুমাসের রিচার্জ প্ল্যান রিচার্জ করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কোন রিচার্জ প্ল্যানের কথা বলছি। পাশাপাশি দেখে নেব দুই সংস্থার দুই রকম রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন।
এয়ারটেল যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করেছে সেটি হল ৫১৯ টাকার। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৬০ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও 5G গ্রাহকরা 5G নেটওয়ার্কের মধ্যে থাকাকালীন আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি রয়েছে ফ্রি হলে টিউনস থেকে বিভিন্ন অ্যাপ সাবস্ক্রিপশন এবং অন্যান্য পরিষেবাও।
এই একই রকম সুবিধা পেতে হলে জিও গ্রাহকদের রিচার্জ করতে হবে ৫২৯ টাকা। আবার ৫২৯ টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ৪ দিন ভ্যালিডিটি কম পাবেন অর্থাৎ মোট ভ্যালিডিটি পাওয়া যাবে ৫৬ দিন। বাকি সুবিধা মোটামুটি সবই একই রকম। অর্থাৎ রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, 5G গ্রাহকরা 5G নেটওয়ার্কের মধ্যে থাকাকালীন আনলিমিটেড ডেটা, বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন।