নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের বহু নাগরিকদের হাতে পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। গ্রাহকদের হাতে হাতে পৌঁছে যাওয়া এই সকল ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাঙ্কের হয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে একাধিক সুবিধা থাকার কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই সকল ক্রেডিট কার্ডের।
হাতে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড গ্রাহকদের বহু সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিসপত্র কিনে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দিলেই ব্যাঙ্কের তরফ থেকে বাড়তি কোন টাকা আদায় করা হয় না। বলা যেতে পারে ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে বিনা সুদে লোনের মত। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে কিন্তু বাড়তি চার্জ ও সুদ গুনতে হয়।
যদিও এবার দেশের জনপ্রিয় দুটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে চার্জ বসানো নিয়ে নতুন নিয়ম জারি করতে চলেছে। যে নতুন নিয়ম অনুযায়ী ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে সার চার্জ বসানো হবে। সার চার্জ হিসাবে ১ শতাংশ চার্জ বসানো হবে। ইউটিলিটি বিলের তালিকায় রান্নার গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিক বিল সবকিছুই পড়ে। যদিও এই চার্জ বসানোর ক্ষেত্রে সীমা ধার্য করে দেওয়া হয়েছে। এমন সার চার্জ বসানোর নিয়ম জারি করা হয়েছে ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফ থেকে। নতুন এই নিয়ম কার্যকর হবে ১ মে থেকে।
আরও পড়ুন ? Credit Card Rules Change: ক্রেডিট কার্ডের বিলিং ডেট বেছে নেওয়ার নিয়মে বদল, সুবিধা বাড়বে গ্রাহকদের
ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকদের কাছে রয়েছে তাদের যদি ইলেকট্রিক, গ্যাস বিল সহ অন্যান্য ইউটিলিটি বিল ১৫০০০ টাকা পেরিয়ে যায় তবেই তাদের থেকে এমন চার্জ নেওয়া হবে। এক্ষেত্রে এক শতাংশ সার চার্জের পাশাপাশি দিতে হবে জিএসটি-ও। তবে যাদের ইউটিলিটি বিল ১৫ হাজার টাকার কমে থাকবে তাদের কোনরকম বাড়তি চার্জ দিতে হবে না।
অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে যে সকল গ্রাহকদের কাছে, তাদের বিল যদি ২০ হাজার টাকা বা তার বেশি হয় সেক্ষেত্রেই এমন চার্জ বসানো হবে। আবার এই ব্যাংকের তরফ থেকেই ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ড এবং এলআইসি ক্লাসিক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য এমন চার্জ না নেওয়ার ঘোষণা করা হয়েছে।