New 100 rupees notes are coming into the market: নোট নিয়ে আর সমস্যা নয়। সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নোট ভিজে গেলেও আর ছিঁড়বে না। ফলেই টাকা নিয়ে সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। এমনই ১০০ টাকার নোট (100 Rupees Note) সম্পর্কিত বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল RBI। বাজারে আনতে চলেছে নতুন ১০০ টাকার নোট। যেখানে সাধারণ মানুষ পাবে বিশেষ সুবিধা। কী সুরক্ষা দেওয়া হবে ১০০ টাকার নোটে? কোন কোন সুবিধাই বা পাবে সাধারণ মানুষ?
RBI সূত্রে খবর, সাধারণ মানুষদের সুবিধার্থে বাজারে চালু করা হবে মজবুত এবং টেকসই ১০০ টাকার নোট। তবে কি এই ১০০ টাকার রূপে বদল ঘটবে? আজ্ঞে না, আরবিআই তরফে জানা গিয়েছে ১০০ টাকার নোটে (100 Rupees Note) যা আছে অর্থাৎ গান্ধীজীর ছবি, রং, অশোক স্তম্ভ, সাইজ সমস্ত কিছু একই থাকবে। শুধু মজবুত ও টেকসইয়ের দিকে নজর দেবে RBI। এর জন্য ব্যবহার করা হবে অভিনব প্রযুক্তি।
ভিজে যাওয়া ১০০ টাকার নোট যাতে ছিঁড়ে না যায়, সেই নোট নিয়ে সাধারণ মানুষকে যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে RBI। আরবিআই সূত্রে জানা গিয়েছে, এবার থেকে বাজারে আনা হবে বার্নিশ কোটিং ১০০ টাকার নোট। যার ফলে নোটের উপর জল পড়লে বা নোট ভিজে গেলে নোটের কোনো ক্ষতি হবে না। পাশাপাশি নোটের সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে। ছেঁড়া নোট নিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে না।
আরও পড়ুন ? Bank Note: ১০, ২০ টাকার একটি নোট তৈরি করতে কত খরচ হয় RBI-এর! দেখে নিন হিসেব-নিকেশ
শুধু তাই না, এই সুবিধার পাশাপাশি আসন্ন নতুন ১০০ টাকার নোটে আরো একটি সুবিধা যোগ করার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যা বিশেষত অন্ধ বা দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য অত্যন্ত সুবিধাজনক। দৃষ্টিহীনরা নোটের উপর হাত দিয়ে যাতে বুঝতে পারে ১০০ টাকার নোট তার জন্য এই নোটের উপর বিশেষ সুবিধা দেওয়া হতে পারে। সেই অনুযায়ী হয়তো নোটের মাঝখানে লেখা ১০০ সংখ্যাটা আরো মোটা হতে পারে। যাতে করে দৃষ্টিহীনরা স্পর্শ করলেই বুঝতে পারে তা ১০০ টাকার নোট।
প্রসঙ্গত ২০১৬ সালে সারা দেশ জুড়ে নোট বন্দি হয়। বাতিল করা হয় পূর্বের ৫০০, ১০০০ টাকার নোট। তার বদলে ছাপা হয় নতুন ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০০ টাকার নোট। আর তারপর থেকেই নোট নিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। নতুন ১০০ টাকার নোট (100 Rupees Note) যা হালকা বেগুনি আভাযুক্ত সুন্দর দেখতে। তবে নোট সুন্দর হলেও সেই নোট ভিজে গেলে সাধারণ মানুষকে সমস্যার ফেলে। নোট ছিঁড়ে যাওয়ার ভয়ে মানিব্যাগ থেকে সাবধানে বের করতে হয়। ফলে এই নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি ১০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কগুলোকেও গ্রাহকদের ক্ষোভের সম্মুখীন হতে হতো। যা অর্থনীতির উপর চাপ ফেলত। ফলেই সেই সমস্যার সমাধান করতে ১০০ টাকার নোট সুরক্ষাতে বিশেষ পদক্ষেপ RBI-এর।