If you don’t go to these Best Train Routes of India, you will miss out: পরীক্ষার শেষের ছুটি হোক কিংবা গ্রীষ্মকালীন ছুটি বাচ্চাদের সঙ্গে ছুটির দিনগুলো কাটানো যেতে পারে দূরে কোন পাহাড়ে কিংবা সমুদ্রে। ক্লান্তিময় জীবন থেকে শুধুমাত্র বাচ্চারাই নয়, আপনারাও পাবেন কয়েকটা দিনের জন্য মুক্তি। আসন্ন ছুটির দিনগুলোর জন্য আপনার কি কোন প্ল্যান রয়েছে? মধ্যবিত্ত বাঙালিরা ভ্রমণ মানেই বেছে নেয় ট্রেনের জার্নি। আজকের প্রতিবেদনে আপনাদের এমন ছটি ট্রেনের রুট (Best Train Routes in India) সম্পর্কে বলা হবে যা সত্যি অতুলনীয়।
১. কালকা থেকে সিমলা
ভারতের বিভিন্ন রেলপথের মধ্যে এই রুটটি (Best Train Routes in India) অন্যতম। হিমালয়ান কুইন বা শিবালিক এক্সপ্রেস ট্রেনটি ন্যারো-গেজ হিলি রুটে চলে। কালকা থেকে শুরু করে একেবারে সিমলা পর্যন্ত যায়। আগেকার দিনে এই রেলপথটি ভারতের তৎকালীন গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং বাকি রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। ঘন সবুজ উপত্যকা এবং পাইন গাছের সারির মধ্য দিয়ে টয়ট্রেন চলে যায় একেবারে সিমলা পর্যন্ত। পর্যটকদের আকর্ষণ ধরে রাখার জন্য এই রুটে টয় ট্রেনের ব্যবহার করা হয়েছে। এই রেল পথে আছে ১০২ টি টানেল, ৯৭ টি সেতু এবং ৯০০ টি বাঁক। এই রুটটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
২. কাংড়া ভ্যালি রেলওয়ে রুট
কাংড়া ভ্যালি রেলওয়ে রুট ভারতের অন্যতম জনপ্রিয় রেলপথ (Best Train Routes in India) । এটি পঞ্জাবের পাঠানকোট থেকে হিমাচল প্রদেশের জোগিন্দর নগর পর্যন্ত বিস্তৃত। এই রুটে আছে দু’টি দেখার মতো সুড়ঙ্গ। একটি ২৫০ ফুট এবং আরেকটি ১,০০০ ফুট। তাছাড়া, যাত্রাপথে দুর্দান্ত সবুজ বন রয়েছে যা দেখার মতো।
৩. দার্জিলিং হিমালয়ান
দার্জিলিং হিমালয়ান হলো ভারতের প্রাচীনতম ন্যারো-গেজ রেলপথ (Best Train Routes in India) । এটি নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিং-এর মধ্যে চলাচল করে। এটি কিন্তু ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ট্র্যাকটি ১৯৯৯ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ করা হয়েছিল। প্রাচীনকালে ট্রেনগুলি বাষ্পচালিত ছিল। কিন্তু বর্তমানে এটি ডিজেলে চলে। আপনি সহজেই হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। সবুজ বন এবং চা বাগানের মধ্য দিয়ে ট্রেনটি যায়।
আরও পড়ুন ? ঘুরে এসেও দেওয়া যাবে টাকা! জলের দরে পুরি-অযোধ্যা ঘোরার নয়া প্যাকেজ আনল IRCTC
৪. মেট্টুপালায়ম থেকে উটি
দক্ষিণ ভারতে টয় ট্রেনে করে ঘুরতে যাবার মজাই আলাদা। আপনিও কি এই আনন্দ উপভোগ করতে চান? একবার অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে। ট্রেন যাত্রায় পাহাড় এবং সবুজ উপত্যকা উপভোগ করতে পারেন আপনি। পাশাপাশি থাকবে পাহাড় এবং স্ফটিক স্বচ্ছ জলের হ্রদ।
৫. জম্মু থেকে বারামুল্লা
জম্মুতে ঘুরতে গেলে ট্রেন যাত্রা অবশ্যই করতে হবে। এর একটা আলাদা আকর্ষণ রয়েছে। জম্মু-বারামুল্লা রেলপথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ঘুরতে গেলে। এই রুট উত্তর ভারতের অন্যতম চ্যালেঞ্জিং রুট (Best Train Routes in India) । যদি রেলপথের সাহায্যে কাশ্মীর উপত্যকা ঘুরতে যেতে চান তাহলে এই রুট আপনার জন্য উপযুক্ত। এই রুটে ৭০০টিরও বেশি সেতু এবং অনেকগুলি টানেল রয়েছে। এটি পাহাড় দ্বারা বেষ্টিত এবং চেনাব নদী অতিক্রম করে।
৬. কন্যাকুমারী থেকে ত্রিবন্দ্রম
ভারতীয় রেলপথের এই ট্রেনে যাওয়ার সময়ে আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গম দেখা যায়। আপনি এই ট্রেনে বসেই ব্যাকওয়াটার, সবুজ গাছপালা এবং লোভনীয় দক্ষিণ ভারতীয় খাবার উপভোগ করতে পারবেন।