Deal of Hindustan Petroleum with TATA to charge electric cars at petrol pumps: পেট্রোলের খরচ বাঁচাতে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করেছে সাধারণ মানুষ। বাজারে পেট্রোল চালিত গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ির রমরমা অনেক বেশি। কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে ইলেকট্রিক গাড়ির চালকদের। রাস্তার বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প রয়েছে তাই চাইলেই কোন চালক নিকটবর্তী পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরতে পারেন। কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে তা সম্ভব নয়। ইলেকট্রিক গাড়িকে চার্জ দিতে হয়, আর রাস্তায় হঠাৎ চার্জ ফুরিয়ে গেলে খুবই বিপদের মধ্যে পড়তে হবে গাড়ির চালককে।
সমস্যা মেটানোর জন্য রাস্তায় পেট্রোল পাম্প এর মতই কিছুদূর অন্তর অন্তর ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট ও থাকা প্রয়োজন। ইলেকট্রিক গাড়িগুলির চার্জিং সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য টাটা কোম্পানির তরফ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টাটা কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেডের (Hindustan Petroleum) সাথে এক নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যার উদ্দেশ্য হল হিন্দুস্তান পেট্রোলিয়ামের বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে পেট্রোলের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট ও রাখা হবে।
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেড (Hindustan Petroleum) অন্তর্ভুক্ত মোট ২১,৫০০ টি পেট্রোল পাম্প সারা ভারতবর্ষে জুড়ে ছড়িয়ে রয়েছে। আপাতত তার মধ্যে মাত্র ৫০০০টি পাম্পে ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট বসানোর জন্য মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে টাটা কোম্পানির কর্তৃপক্ষ ও এইচপিসিএল এর কর্তৃপক্ষ।
আরও পড়ুন ? 5 Cheapest CNG Car: খরচ বাঁচবে, ঝামেলাও কম! MG কমেটের থেকেও সস্তা এই ৫ CNG গাড়ি
এখনো পর্যন্ত টাটা কোম্পানির তরফ থেকে চারটি ইলেকট্রিক গাড়ির মডেলকে বাজারজাত করার চেষ্টা করা হয়েছে। গাড়িগুলি হলো টিয়াগো ইভি, পাঞ্চ ইভি, টাইগার ইভি ও নেক্সন ইভি। গাড়িগুলি শুধু বাজারজাতো করলেই তো হবে না তার ব্যবহারের জন্য সুব্যবস্থা চাই। এখনো পর্যন্ত ইলেকট্রিক গাড়িগুলির চার্জিং পয়েন্ট হয়, ক্রেতাদের নিজেদের বাড়িতে অথবা বিভিন্ন অফিসে রয়েছে। তবে এবার সমস্যা মেটাতে এইচপিসিএলের (Hindustan Petroleum) সঙ্গে চুক্তি করল টাটা কোম্পানি।
সম্প্রতি গুরগাঁও তে টাটা মোটরস ইলেকট্রিক গাড়িগুলির জন্য শোরুম উদ্বোধন করেছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেডের (Hindustan Petroleum) জেনারেল ম্যানেজার দেবাশীষ চক্রবর্তী বলেন, ইলেকট্রিক গাড়িগুলির জন্য বিভিন্ন পাবলিক প্লেসগুলিতে চার্জিং পয়েন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এলপিজি সেকশন। এই চার্জিং পয়েন্টগুলি পরিকাঠামাগত উন্নয়নের সহায়তা করবে। এখনো পর্যন্ত এইচপিসিলে ৩০৫০ টি পেট্রোল পাম্পে ইতিমধ্যে ইভি চার্জিং মেশিন বসানো হয়েছে। ব্যাটারি সোয়াপিং মেশিনের সুবিধা রয়েছে এই পাম্প গুলিতে। তবে এই ইলেকট্রিক্যাল গাড়ি গুলোর দাম সম্পর্কে এখনো তেমন কোন তথ্য জানা যায়নি।খুব শীঘ্রই আরো অনেকগুলি পাম্পে ইভি মেশিন বসানোর চেষ্টা চলছে।