নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় টেলিকম সংস্থাটি হলো জিও (Jio)। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা বছরের পর বছর ধরে গ্রাহকদের নতুন নতুন উপহার দিয়ে মন জয় করে চলেছে। আর তারই পরিপ্রেক্ষিতে দিন দিন গ্রাহক সংখ্যা বেড়েও চলেছে এই টেলিকম সংস্থার।
প্রতিযোগিতার বাজারে এখন যে সকল টেলিকম সংস্থা ভারতে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে সেই সকল টেলিকম সংস্থার থেকে সবসময়ই যেন এগিয়ে রয়েছে জিও। সে সস্তায় রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) হোক অথবা প্রযুক্তিগত দিক দিয়ে নতুন নতুন উপহার গ্রাহকদের হাতে তুলে দেওয়া। আর এবার এই টেলিকম সংস্থা সস্তায় আরও একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো।
সংস্কার তরফ থেকে সস্তায় নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটি রিচার্জ করলে গ্রাহকরা কল, ইন্টারনেট, এসএমএস থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট সবকিছু পেয়ে যাবেন। বলা যেতে পারে এক রিচার্জ প্ল্যানিং সংস্কার তরফ থেকে গ্রাহকদের তুলে দেওয়া হচ্ছে একের পর এক সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে খুব অল্প সময়ের মধ্যে।
আরও পড়ুন ? Jio on TRAI: ‘গরিব বিরোধী জিও’, আম্বানির সংস্থার বিরুদ্ধে এই কারণে উঠল গুরুতর অভিযোগ
সংস্থার নতুন যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটি হল ৮৫৭ টাকা। এই একটি রিচার্জ প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকরা একসঙ্গে আনলিমিটেড কল থেকে শুরু করে ডেটা, এন্টারটেইনমেন্টের জন্য Amazon Prime সহ বিভিন্ন সুবিধা মিলবে। বলা যেতে পারে এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আলাদা আলাদা করে অন্যান্য প্ল্যান রিচার্জ করার দরকার নেই। আর এর ফলে গ্রাহকদেরও খরচ অনেকটাই বাঁচবে।
৮৫৭ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, Amazon Prime Video Mobile Edition সাবস্ক্রিপশন, এর সঙ্গে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড। রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিনের। এর পাশাপাশি Amazon Prime Video Mobile Edition এর সাবস্ক্রিপশন ভ্যালিডিটিও দেওয়া হচ্ছে ৮৪ দিন।