Musk-Ambani: টাটার একচেটিয়া বাজারে দেখে লোভ! টেক্কা দিতে এলন মাস্ককে নিয়ে গুঁটি সাজাচ্ছেন আম্বানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Musk-Ambani joined forces Seeing monopoly of Tata in the market: দিন দিন উত্তরোত্তর উন্নতি হচ্ছে ভারতীয় অটোমোবাইল বাজারে। বিভিন্ন সংস্থা বাজারে আনছে তাদের নয়া মডেল। তবে কোনোটাই সেরকম ভাবে ক্রেতাদের রাশ টানতে পারেনি। তবে প্রথম থেকে বর্তমান পর্যন্ত ভারতীয় অটোমোবাইল বাজারের দাপট রয়েছে টাটা মোটরসের। এখনো পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি এই সংস্থাকে। তবে এবার চাপে পড়তে পারে টাটার বৈদ্যুতিক গাড়ির বাজার। টাটা মোটরসকে ট্রাপে ফেলতে গাড়ির বাজারে গুটিগুটি পায়ে অগ্রসর হচ্ছে নামজাদা ব্যবসায়ী এলন মাস্ক (Musk)। তবে একা নয় সাথে আছে আরো এক ধনকুবের (Ambani)।

Advertisements

খবর রয়েছে, ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে পা রাখতে যৌথ উদ্যোগের পরিকল্পনা করছে ধনকুবের ব্যবসায়ী এলন মাস্ক। সাথে রয়েছে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। চলছে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য মাস্ক-আম্বানির (Musk-Ambani) গভীর আলোচনা। এই আবহে খবর এসেছে, ইতিমধ্যেই মাস্ক সংস্থা টেসলা জার্মান কারখানায় শুরু করে দিয়েছে গাড়ি তৈরির কাজ। যা ভারতের বাজারে লঞ্চ হবে। পাশাপাশি কারখানা তৈরির জন্য ভারতের অন্যান্য রাজ্যেও জায়গা খুঁজছে এলন মাস্কের টেসলা সংস্থা।

Advertisements

এদিক থেকেও খুব একটা কঠোর পরিশ্রম করতে হচ্ছে না টেসলাকে। ইতিমধ্যেই কারখানা তৈরির জন্য মহারাষ্ট্র এবং গুজরাট দ্বারা প্রস্তাব পেয়েছে টেসলা। অপরদিকে এই জায়গা প্রসঙ্গে আলোচনা চলছে তেলেঙ্গানা সরকারের সাথে। সূত্র মারফথ এও জানা গিয়েছে যে, টেসলা সংস্থার মালিক এলন মাস্ক ভারতীয় বাজার দখল করার জন্য ২-৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছেন।

Advertisements

আরও পড়ুন ? Discount on TATA Punch EV: দুর্দান্ত অফার! এবার TATA Punch EV কিনলেই মিলবে হাজার হাজার টাকা ছাড়

তবে টেসলা একা নয়, টাটা মোটরসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে জোট বাঁধছে মাস্ক-আম্বানি (Musk-Ambani)। প্রায় এক মাসের বেশি সময় নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে টেসলা কর্ণধার এবং রিলায়েন্স কর্ণধারের মধ্যে। তবে এখনো পর্যন্ত যৌথ উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তবে অনুমান করা হচ্ছে এই উদ্যোগ টেসলার জন্য উৎপাদন সুবিধা এবং নির্দিষ্ট ক্ষেত্রে ইকোসিস্টেম তৈরি করবে। অপরদিকে সাম্প্রতিক ইভির জন্য আমদানি শুল্ক হ্রাস করার প্রস্তাব দিয়ে নতুন ইভি নীতি প্রকাশ করেছে ভারত সরকার। যার ফলে বিনা বাধায় ভারতে আগমনের সুযোগ পাবে টেসলা।

প্রসঙ্গত, ২০২৩ সালে ভারতে প্রথম হাইড্রোজেন চালিত হেভ-ডিউটি ট্রাক লঞ্চ করেছিল রিলায়েন্স। সহযোগিতায় ছিল অশোক লেল্যান্ড। তবে বর্তমানে টেলিকম সেক্টরের পাশাপাশি গাড়ির দুনিয়ায় প্রবেশ করতে রিলায়েন্সের সাথে হাত মেলালো এলন মাস্ক কোম্পানি টেসলা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি।

Advertisements