Pradhanmantri Mudra Yojana: সহজেই মিলবে ২০ লক্ষ টাকা! দিচ্ছে কেন্দ্রীয় এই প্রকল্প, রইল আবেদন পদ্ধতি

Antara Nag

Published on:

Advertisements

Through Pradhanmantri Mudra Yojana, you can easily get business loan of 20 lakh rupees: লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই বিজেপির তরফ থেকে ইস্তেহার জারি করা হয়েছে। তাতে মুদ্রা প্রকল্পের মাধ্যমে ২০ লক্ষ টাকা অব্দি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি করেছে কেন্দ্রীয় সরকার। মুদ্রা প্রকল্প (Pradhanmantri Mudra Yojana) সংক্রান্ত এই ঘোষণা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। আপনিও কি এই প্রকল্পে সুযোগ সুবিধা গ্রহণ করতে চান? তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন আবেদন পদ্ধতি।

Advertisements

অর্থের অভাবে নিজের ব্যবসা শুরু করতে পারেন না অনেকেই। সেই সমস্ত ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের সাহায্য করতে ২০১৮ সালের ১৫ই এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhanmantri Mudra Yojana)। এই প্রকল্পের সাহায্যে ব্যবসা করার জন্য লোন নিতে পারবেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা। একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে, ভারতবর্ষে ক্ষুদ্র শিল্পের পরিমান প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ। আর এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন ১২ কোটিরও বেশি মানুষ। বেশিরভাগ মানুষই নিজেদের সঞ্চয়ের সামান্য পুঁজি দিয়েই ব্যবসা শুরু করেছেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ব্যাংকের সাথে যোগাযোগই নেই বহু ব্যবসায়ীর। সেই সমস্ত মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল।

Advertisements

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Pradhanmantri Mudra Yojana) মাধ্যমে ঋণ নিতে গেলে কিছু শর্ত মেনে চলতে হয়। কোন ব্যক্তি নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য এই ঋণ গ্রহণ করতে পারবেন না। কোন ব্যক্তি ঋণ গ্রহণ করলে তাকে অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে তার খরচ দেখাতে হবে। এই প্রকল্পে এতদিন তিনটি ভাগে ঋণ দেবার ব্যবস্থা ছিল। শিশু, কিশোর এবং তরুণ বিভাগ। শিশু বিভাগে পঞ্চাশ হাজার টাকা অব্দি ঋণ দেওয়া হয়। কিশোর বিভাগে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা অব্দি লোন নিতে পারবেন কোন ব্যক্তি। তরুন বিভাগের অন্তর্ভুক্তরা ঋণ পেতে পারেন ১০ লক্ষ টাকা অব্দি। সম্প্রতি জারি করা ইস্তেহার অনুযায়ী, এই ঋণের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা অব্দি করার ঘোষণা করেছে মোদি সরকার।

Advertisements

আরও পড়ুন ? National Savings Certificate: পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখেন খোদ প্রধানমন্ত্রী! কী সুবিধা পান গ্রাহকরা?

১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী যে কোন ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Pradhanmantri Mudra Yojana) মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারেন। কিশোর ও তরুণ বিভাগের অন্তর্ভুক্ত ঋণ গ্রহিতাদের নিজেদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে ব্যাংকে। অন্তত এক বছরের আর্থিক লেনদেনের অর্থাৎ আয়-ব্যয় – সঞ্চয় ইত্যাদির যাবতীয় তথ্য ব্যাংক এ জমা দিতে হবে। যদি কোন গ্রাহক পূর্বে কোন লোন নিয়ে পরিশোধ করতে অক্ষম হয়ে থাকেন তাহলে তাকে ঋণ দেওয়া হবে না।

আবেদনকারীর পরিচয় পত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণ পত্র, আয় ব্যয়ের হিসাব, ইনকাম ট্যাক্স সংক্রান্ত নথিপত্র, ব্যাংকিং ডিটেলস ছাড়াও কবে থেকে ব্যবসা চালু হয়েছে, কি নিয়ে ব্যবসা হচ্ছে, কোথায় ব্যবসা করা হচ্ছে ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি তথ্য জমা করতে হবে কর্তৃপক্ষকে। আবেদনকারীরা যেকোনো ব্যাংক থেকেই এই ঋণ (Pradhanmantri Mudra Yojana) গ্রহণের সুযোগ পেতে পারেন। সাধারণত শিশু বিভাগ অর্থাৎ ৫০ হাজার টাকা অব্দি ঋণের ক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত প্রসেসিং ফি জমা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তার বেশি পরিমাণ অর্থ ঋণ নিতে চাইলে ০.৫০ শতাংশ প্রসেসিং ফি জমা করতে হয়।

Advertisements