Under the Automobile Rule, India will not give this benefit to electric cars made in China: বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নিয়ে নয়া নীতি চালু করেছে কেন্দ্র। যে প্রকল্পের সুবিধা থেকে বাদ চিনা সংস্থা। হ্যাঁ, এমনটাই জানিয়েছে মানি কন্ট্রোল। দেশের মানি কন্ট্রোল তরফে এক রিপোর্টে বলা হয়েছে, ভারতের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নীতি (India Automobile Rule) অনুযায়ী দেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য সংস্থা সুযোগ পেলেও এই নীতির সুবিধা হয়তো ভোগ করতে পারবে না চিনা সংস্থাগুলি। যার প্রধান কারণ জাতীয় নিরাপত্তা।
দেশি-বিদেশি সংস্থাগুলি যাতে ভারতীয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে আগ্রহী হয় তার উৎসাহ দিতে শুল্ক ছাড়ের সুবিধা ঘোষণা করেছে কেন্দ্র। যে নীতিতে (India Automobile Rule) বলা হয়েছে, দেশীয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে ন্যূনতম ৪,১৫০ কোটি টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১৫ শতাংশ শুল্ক ছাড়ের সুবিধা। তবে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে চিনা সংস্থাগুলি বা চিন দেশের সাথে জড়িত প্রত্যক্ষ বিদেশি সংস্থাগুলিকে এই সুবিধা দিতে চাইছে না ভারত। যা একপদস্থ কেন্দ্রীয় আধিকারিককে জানানো হয়েছে।
মূলত নীতি অনুযায়ী বিনিয়োগের সাথে যুক্ত রয়েছে এই শুল্ক ছাড়ের সুবিধা। এক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি সংস্থা কেন্দ্রের অনুমোদন ছাড়া সুবিধা সহ বিনিয়োগের সুযোগ পাবেন না। সেই অনুযায়ী এই নীতির সুবিধা উপলব্ধ হবে না BOID-এর জন্য। ফলস্বরূপ ভারতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনে বিনিয়োগ করতে হলে ৭০ থেকে ১০০ শতাংশ সীমা শুল্ক দিয়ে ব্যবসা করতে হবে। যা উক্ত আধিকারিকের কথায় জানা গিয়েছে।
তবে ভারতে ব্যবসা করার জন্য শুধু বিনিয়োগ করলেই যে শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া যাবে তা কিন্তু নয়। বিনিয়োগের পাশাপাশি তিন বছরের মধ্যে ব্যবসা শুরু করতে হবে সেই সংস্থাকে। তবেই সেই ১৫ শতাংশ শুল্ক ছাড়ের সুবিধা পাবে সংস্থা। তবে চিনা সংস্থা বা চিনার সাথে যুক্ত অন্যান্য বিদেশি সংস্থাগুলি যাতে দুর্বল ভারতীয় সংস্থাগুলিকে কিনতে না পারে তার জন্য এই বিদেশী বিনিয়োগ নীতিতে (India Automobile Rule) একটু সংশোধন করেছে কেন্দ্র।
অপরদিকে চিনা অথবা ভারতের স্থল সীমানায় বিভক্ত প্রতিবেশী দেশ বা রাষ্ট্র এদেশে ব্যবসা করতে চাইলে এই সুবিধা পাবেন না। স্থল সীমানায় বিভক্ত দেশগুলি সরকার থেকে অনুমোদন পেলে তবেই এদেশে ব্যবসা করার সুযোগ পাবেন। যা ২০২০ সালের এপ্রিল থেকে কার্যকর করে কেন্দ্র।